বিকাশ দাস
বিকাশ দাস -এর ব্লগ
-
গাছের সবুজ পাতা হলদেটে হতে হতে
হঠাত করে না বলে একদিন দিব্যি ঝরে গেলো ।
নদীর জল উপচে দুপার ভাঙা স্রোত
চাষার কাঁধে ক্ষতির বোঝার দিন দিয়ে গেলো । [বিস্তারিত] -
ফাল্গুনী হাওয়াতে হিয়া যে জড়াতে
বাউরিয়া আজ জোস্নার দোলাতে।
হাত টুকু বাড়িয়ে একটু রেখো,
চোখ টুকু সরিয়ে একটু দেখো, [বিস্তারিত] -
তুমি পঞ্চমীর চাঁদ
তোমায় চুমে তোমার ভূমে
মরিবার হলো সাধ ।
মরেছি বার বার [বিস্তারিত] -
ঘুম পাড়ানির গান গেয়ো না আজ,
নিয়তি আমার ঘরে বসে আছে আজ। [বিস্তারিত] -
(১)
যে ফুল রাখো নিত্য
দেবতার চরণে
সে ফুলে ভরো চিত্ত [বিস্তারিত] -
মরতে হলে মরবো কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
বাঁচতে হলে বাঁচবো কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়।
সব জীবে প্রেম ভালবাসা রাখবো
কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়। [বিস্তারিত] -
কেউ তো হবে বন্ধু আমার
ধরে নেবে হাত কেউ তো আমার।
আকাশে মেঘের বৃষ্টির দোলায়
হৃদয়ের কথা গল্প কবিতায়; [বিস্তারিত]