জলবৎ
আমরা সবাই জানি যে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ “নীচে নামছে”। অর্থাৎ করাপশন মাটির নীচেও ছড়িয়ে পড়েছে। জলের আকাল পড়লে বিকল্প জলের উৎস কী কী হতে পারে তা একটু খতিয়ে দেখা যাকঃ
১। নেতার প্রতিশ্রুতি, ২।প্রেমিকার চোখ ৩। রিয়ালিটি শো এর স্ক্রিপ্ট...
আর একটু বেশী পরিমানে জল চাইলে একটা জলহস্তী কে জল থেকে তুলে ভালো করে নিংড়ে নিয়ে আবার জলে রেখে দিন।
সমুদ্রে বেড়াতে গেলে গাদা গাদা ঝিনুক না কুড়িয়ে বোতল ভরে ভরে জল নিয়ে আসুন, ডিহাইড্রেশন হলে খুব কাজে দেবে।
জমা জলে মশার জন্ম হয়। জল কোথাও জমতে দেওয়া উচিত না। অতএব বাড়ির কল, রাস্তার কল সবসময় খুলে রাখুন। সব জল বেরিয়ে যাক।
ঠিক এই একই কারনে নিজের শরীরেও জল জমতে দেবেন না। চাপ অনুভব করলে সামনে যে দেওয়াল পাবেন, সেখানেই ত্যাগ করুন।
একান্ত অভাবে পড়লে, আমাদের শহরে জল সরবরাহের বিশেষ পরিষেবা আছে, যেখানে একটা ফোন করলে নিমেষের মধ্যে জলভর্তি লাল রঙের গাড়ি ঘণ্টা বাজাতে বাজাতে আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে। শুধু একটা মিথ্যে বলবেন !
১। নেতার প্রতিশ্রুতি, ২।প্রেমিকার চোখ ৩। রিয়ালিটি শো এর স্ক্রিপ্ট...
আর একটু বেশী পরিমানে জল চাইলে একটা জলহস্তী কে জল থেকে তুলে ভালো করে নিংড়ে নিয়ে আবার জলে রেখে দিন।
সমুদ্রে বেড়াতে গেলে গাদা গাদা ঝিনুক না কুড়িয়ে বোতল ভরে ভরে জল নিয়ে আসুন, ডিহাইড্রেশন হলে খুব কাজে দেবে।
জমা জলে মশার জন্ম হয়। জল কোথাও জমতে দেওয়া উচিত না। অতএব বাড়ির কল, রাস্তার কল সবসময় খুলে রাখুন। সব জল বেরিয়ে যাক।
ঠিক এই একই কারনে নিজের শরীরেও জল জমতে দেবেন না। চাপ অনুভব করলে সামনে যে দেওয়াল পাবেন, সেখানেই ত্যাগ করুন।
একান্ত অভাবে পড়লে, আমাদের শহরে জল সরবরাহের বিশেষ পরিষেবা আছে, যেখানে একটা ফোন করলে নিমেষের মধ্যে জলভর্তি লাল রঙের গাড়ি ঘণ্টা বাজাতে বাজাতে আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে। শুধু একটা মিথ্যে বলবেন !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হারুন-অর-রশীদ ২৮/০৩/২০১৮মজার।
-
মোঃ মুলুক আহমেদ ১৯/১১/২০১৫Good
-
আবুল বাশার শেখ ০৫/০৫/২০১৪ভাল লাগল আরো েলখা চাই।
-
সজল ২৯/০৪/২০১৪gd
-
এস,বি, (পিটুল) ১৯/০৪/২০১৪valo laglo. Amar patay amon-tron roilo