সাগর
আমার বুকে বরফ জমা,
উত্তাপে আজ জাগালাম।
সাগর! তোকে ছোঁব বলে
একটা নদী পাঠালাম।
শুনেছি তুই ঢেউপাগল,
শুনেছি তোর নোনতা জল...
হাওয়ার কথা সত্যি কিনা
জানতে, হাত বাড়ালাম।
সাগর ! তোকে চিনব বলে
এই নদীটা পাঠালাম...
উত্তাপে আজ জাগালাম।
সাগর! তোকে ছোঁব বলে
একটা নদী পাঠালাম।
শুনেছি তুই ঢেউপাগল,
শুনেছি তোর নোনতা জল...
হাওয়ার কথা সত্যি কিনা
জানতে, হাত বাড়ালাম।
সাগর ! তোকে চিনব বলে
এই নদীটা পাঠালাম...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।