ঢেউ
ঢেউ আসে উচ্ছ্বাসে,
ঢেউ ভাঙ্গে তোর বুকে,
তুই পাথর, নিরন্তর
বুক বাঁধিস কোন সুখে !
ঢেউ আসে উল্লাসে,
ঢেউ শুধু ছুঁয়েই যায়,
পাথর তোর শূন্য ঘর,
বুক বাঁধিস কোন আশায় !
ঢেউয়ের মন, অতল কোণ,
হারাতে চায় অনেক দূর...
ঢেউ নিয়ে বাঁধলে ঘর,
হতে হবে সমুদ্দুর !
ঢেউ ভাঙ্গে তোর বুকে,
তুই পাথর, নিরন্তর
বুক বাঁধিস কোন সুখে !
ঢেউ আসে উল্লাসে,
ঢেউ শুধু ছুঁয়েই যায়,
পাথর তোর শূন্য ঘর,
বুক বাঁধিস কোন আশায় !
ঢেউয়ের মন, অতল কোণ,
হারাতে চায় অনেক দূর...
ঢেউ নিয়ে বাঁধলে ঘর,
হতে হবে সমুদ্দুর !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৫/২০১৪Valo laglo amar apnar kobita ti.
-
মোঃওবায় দুল হক ১৪/০৪/২০১৪Nice