ভাবনা
ভাবনা গুলো ঘুরপাক খায়,
বলতে ইচ্ছা করে ।
বলবো কাকে? নাই যে সাথী,
আমি একা,একাকীত্বের খপ্পরে ।
ইচ্ছা শুধু ইচ্ছা ই থাকে
মনের ভেতর পুষি ।
সুযোগ পেলেই অকারণে
ভাগ্য কে দোষী ।
সময় আজও ব্যর্থ,
টানতে পারেনি ইতি ।
আজও মনে তাজা,
পুরনো সব স্মৃতি ।
কি যে নেশা তাতে, জানি না
আবার পেতে চাই ।
ভাবনার ডাকে আমি শুধু
পিছনে ফিরে যাই ।
বলতে ইচ্ছা করে ।
বলবো কাকে? নাই যে সাথী,
আমি একা,একাকীত্বের খপ্পরে ।
ইচ্ছা শুধু ইচ্ছা ই থাকে
মনের ভেতর পুষি ।
সুযোগ পেলেই অকারণে
ভাগ্য কে দোষী ।
সময় আজও ব্যর্থ,
টানতে পারেনি ইতি ।
আজও মনে তাজা,
পুরনো সব স্মৃতি ।
কি যে নেশা তাতে, জানি না
আবার পেতে চাই ।
ভাবনার ডাকে আমি শুধু
পিছনে ফিরে যাই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১২/২০১৯
-
স্বপন গায়েন ১৩/১২/২০১৯সু ন্দ র
-
নুর হোসেন ১৩/১২/২০১৯ভালো লাগলো।
-
পি পি আলী আকবর ১৩/১২/২০১৯অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১২/২০১৯অসাধারণ একটি লেখা
ব্লগে স্বাগতম।