আলাপন ১
: কি ব্যাপার?
মুঠোফোনে আজকাল তুমি বেশ অনিয়মিত যে?
- কি বা করার থাকে বলো?
টেলিকম কোম্পানিগুলো আমার যেন রক্ত চুষে
খাচ্ছে।
: দৈনিক মাত্র বিশটি টাকা,
হাতটা যখন পোক্ত করে ধরব তখন কিন্তু হাজার
গুনের ঝড়।
বিশ হাজারের ধাক্কা তুমি সামলে নিতে পারবে তো?
- দেখ সুন্দরী মিথ্যে বলতে পারবো না।
"তুমি পাশে আছো তো আমি হ্যান কারেঙ্গা" বলছি
না।
তবে ছেঁড়া কাপর পরে যদি রাত জেগে ওই চাঁদ
গিলতে বলি মুচকি হেসে দিও।
পেট পুরে আমরা দুজন চাঁদের সাথে গিলবো
গোটা নিশি
তখন ঢেঁকুর তুলে বলো "আহ! খুব খেলুম"
: বিরক্তিকর এই গাল ভরা শব্দ যদি না থামিয়েছো
তবে তোমায় তোমার কবিতাসুদ্ধু মাখিয়ে খাবো।
- কবিত্বের উপর রমণিদের এই অত্যাচার কবে
থামবে বলতো?
আর তো রক্ষে নেই বোধহয়।
মুঠোফোনে আজকাল তুমি বেশ অনিয়মিত যে?
- কি বা করার থাকে বলো?
টেলিকম কোম্পানিগুলো আমার যেন রক্ত চুষে
খাচ্ছে।
: দৈনিক মাত্র বিশটি টাকা,
হাতটা যখন পোক্ত করে ধরব তখন কিন্তু হাজার
গুনের ঝড়।
বিশ হাজারের ধাক্কা তুমি সামলে নিতে পারবে তো?
- দেখ সুন্দরী মিথ্যে বলতে পারবো না।
"তুমি পাশে আছো তো আমি হ্যান কারেঙ্গা" বলছি
না।
তবে ছেঁড়া কাপর পরে যদি রাত জেগে ওই চাঁদ
গিলতে বলি মুচকি হেসে দিও।
পেট পুরে আমরা দুজন চাঁদের সাথে গিলবো
গোটা নিশি
তখন ঢেঁকুর তুলে বলো "আহ! খুব খেলুম"
: বিরক্তিকর এই গাল ভরা শব্দ যদি না থামিয়েছো
তবে তোমায় তোমার কবিতাসুদ্ধু মাখিয়ে খাবো।
- কবিত্বের উপর রমণিদের এই অত্যাচার কবে
থামবে বলতো?
আর তো রক্ষে নেই বোধহয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ১৩/১০/২০১৫
-
মুরাদ হোসেন ১২/১০/২০১৫দারুণ অসাধারণ
-
ঋজু কবি ১২/১০/২০১৫সুন্দর ভাবনার এক অন্যন্য কবিতার সৃষ্টি । বেশ মন কাড়া ...।।
-
মাহফুজুর রহমান ১২/১০/২০১৫কবি , চমৎকার হয়েছে না বললেও খারাপ হয়েছে বলবনা । ফরমেটটা ভালো লেগেছে । যদিও এর আগে অন্যরা এই ফরমেটে কাজ করেছেন । তারপরেও বলি জয়তু কবিতা , জয়তু কবি !!
-
দেবব্রত সান্যাল ১২/১০/২০১৫বানান ভুল আছে ভাই , শুদ্ধ করুন। কবিতাটীও আরও ঘষা মজা প্রয়োজন।
ঝড়হীন মৃদু বাতাস।