www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অাবেগীয় রম্য

পলাশ আজকাল নিজেকে বেশ ফিটফাট
রেখে চলে । নিজেকে ওর আজকাল বেশ
matured মনে হয় । ক্লাস এইট
বলে কথা । ক্লাসে পাশের bench এর
নীলাকে দেখলে ওর ভেতরে আজকাল
একটা শিহরণ হয় । মনে হয় কতো আপন,
কতো দিনের চেনা । নীলাও
ইদানীং ওর
দিকে ঘুরে ঘুরে তাকায় ।
হয়তো নীলারও একই ফিলিংস হয় ।
এসব ভাবতে ভাবতে ক্লাসে ঢোকে
পলাশ ।
উফফ্ সেই অনুভূতি । নীলা আসছে ।
হঠাৎ সেই অনুভূতি তে আরও
বাড়তি মাত্রা যোগ
করলো নীলা নিজেই...
-এই... এই শুনছো ।
পলাশ বিশ্বাসই করতে পারছে না ।
ওকেই ডাকছে তো? নীলা এবার ওর
নাম ধরে ডাকলো...
-এই পলাশ ।
-ও আমি?
- এই ক্লাসে পলাশ নামে আর কেউ
আছে? তোমাকেই ডাকছি ।
-ও সরি । খেয়াল করিনি । বলো ।
-একটা কলম দাও না প্লিজ । কলম
আনতে ভুলে গেছি ।
-ও সিওর । দাড়াও । এই নাও ।
একটা দামী কলম ছিলো ওর ।
ওটা দিলো । স্কুল
ছুটি হলে কলমটা পলাশকে ফেরত
দিয়ে নীলা বললো
-Thanks কলমটা দেয়ার জন্য । বাসায়
যেয়ে কলমের ভেতরটা একটু
খুলে দেখো ।
-কেন কি আছে ভেতরে?
-বাসায় যেয়ে দেখো । ওকে?
-ওকে ।
শিমুল বাসায় ঢুকেই
আগে কলমটা খুললো ।
দেখে ভেতরে একটা কাগজ ।
খুলে দেখে সেখানে লেখা-
"এই অসভ্য । প্রতিদিন আমার
দিকে বোকার মতো তাকায়
থাকো কেন? আমার লজ্জা করে না?
কিছু বলার
থাকলে বলতে তো পারো নাকি?"
আহ্ পলাশের কাছে এটা মেঘ
না চাইতেই বৃষ্টি ।
রাতে পলাশ লিখতে বসলো
"বোকা মেয়ে বোঝ না? কেন
তাকিয়ে থাকি? I love u"
ব্যাস একই ভাবে কলম
খুলে কাগজটা ভেতরে ঢুকিয়ে
দিলো পলাশ ।
পরদিন ক্লাসে ঢুকে বসতেই
নীলা হাজির ।
-পলাশ ।
-আরে নীলা । হ্যাঁ বলো ।
-কলম আনতে ভুলে গেছি একটা কলম
দিবা?
পলাশ
বুঝে গেলো নীলা কি চাচ্ছে ।
-সিওর এই নাও ।
ঐ কলমটাই দিলো । স্কুল
শেষে মুচকি হেসে নীলা কলমটা
ফেরত দিলো । বাসায় গিয়ে কলম
খুলে দেখে নীলা লিখেছে I Love
You Too. এভাবেই চলতে থাকে ওদের
কলমী ভালোবাসা । হঠাৎ ছয় মাস পর
অর্থাৎ ক্লাস নাইনের শুরু
থেকেই নীলা উধাও । উধাও
তো পুরোই উধাও ।
পরে জানতে পারলো নীলা অন্য
স্কুলে ভর্তি হয়েছে । অনেক
কেদেছিল পলাশ সেদিন ।
পলাশের এস.এস.সি. পরীক্ষা শেষ ।
খুব আনন্দে আড্ডা মারতেছে ।
হঠাৎ নীলাকে দেখলো । আজ ও
নীলা কে ছেড়ে দেবে না । অনেক
কথা বলার আছে ওকে । মানুষের
ইমোশন নিয়ে খেলা করার অধিকার
ওর নেই । একটু জোর
পায়ে হেটে নীলার
সামনে গিয়ে দাড়ালো । নীলার
মুখটা কেমন কালো হয়ে গেলো । ওর
সাথে একজন লোক আছে ।
-আরে পলাশ তুমি? কেমন আছো ।
আসো পরিচয় করিয়ে দেই এই
যে তোমাদের দুলাভাই ।
রাব্বি
-What? দুলাভাই মানে?
-মানে আমার বর । আচ্ছা পলাশ
আমরা তো একটু ব্যাস্ত । এখন
আসি পরে কথা হবে ।
পলাশ বুঝতেছে না কি হলো এই
মাত্র । শুধু কানে বাজতেছে "এই
যে তোমাদের দুলাভাই"
পরে অবশ্য পলাশ নিজেকে বোঝায় ।
ছোট বেলার আবেগ এসব । এটাতো আর
প্রেম না । প্রেম হবে এবার।
কলেজের ভর্তি ফরম পুরণের সময়
পাশে দাড়ানো কালো ড্রেস
পরা মেয়েটার প্রতি এবার ওর
ফিলিংস টা আরও তীব্র ছিলো
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৩১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast