বন্ধু চাই
বন্ধু আমার এমন হবে
যে বন্ধু মন বুঝবে
ধনী গরিব সাদা কালো
কিছু নাহি সে খুজবে।
স্বার্থ ছাড়া বন্ধুহবে
আমি হব তার
এমন বন্ধু কোথাও যেন
যায় না পাওয়া আর
যে বন্ধু মন বুঝবে
ধনী গরিব সাদা কালো
কিছু নাহি সে খুজবে।
স্বার্থ ছাড়া বন্ধুহবে
আমি হব তার
এমন বন্ধু কোথাও যেন
যায় না পাওয়া আর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৮/১২/২০১৬সুন্দর কিন্তু এমন বন্ধু পাওয়া ভার
-
ফয়েজ উল্লাহ রবি ০৩/১২/২০১৬আর কিছু লিখুন আরও ভাল হবে নিশ্চয়।
খুজবে>খুঁজবে