ভুক্তভোগী নির্দোষ
নির্দোষ লোক যদি পায় আজ শাস্তি,
কি ভাবে জনমনে আসবে স্বস্তি?
অপরাধী ঠাঁই পেলে আইনের ফোকরে,
বিচারের স্বচ্ছতা বুঝি তবে কি করে?
ক্ষমতার দাপটে অপরাধ যে করে,
তাকে বুকে আদালত ধরে রাখে আদরে।
নির্দোষ ভেঙে পড়ে বুক ফাটা কান্নায়,
খুশী মনে অপরাধী করে যায় অন্যায়।
জনতার কোলাহলে সুনামের দাম কই?
অধিকার হারিয়ে যার পানে চেয়ে রই।
সেই আজ কেড়ে নেয় ন্যায্য অধিকার,
কে আর করে তবে প্রতিরোধ প্রতিকার?
কতিপয় লোকে করে নিয়মিত অপরাধ,
তারা করে সাজা ভোগ যারা করে প্রতিবাদ।
সকলেই জানে আজ কার কি কারবার,
তবু অপরাধী আজ কৌশলে পায় পার!
আতঙ্ক নিয়ে বাঁচে সাধারণ জনগণ,
সে সুযোগে অপরাধী মহাসুখে গায় গান।
কবে হবে তৈরি জনমনে সন্তোষ?
দোষী পাবে শাস্তি খুশী হবে নির্দোষ?
কি ভাবে জনমনে আসবে স্বস্তি?
অপরাধী ঠাঁই পেলে আইনের ফোকরে,
বিচারের স্বচ্ছতা বুঝি তবে কি করে?
ক্ষমতার দাপটে অপরাধ যে করে,
তাকে বুকে আদালত ধরে রাখে আদরে।
নির্দোষ ভেঙে পড়ে বুক ফাটা কান্নায়,
খুশী মনে অপরাধী করে যায় অন্যায়।
জনতার কোলাহলে সুনামের দাম কই?
অধিকার হারিয়ে যার পানে চেয়ে রই।
সেই আজ কেড়ে নেয় ন্যায্য অধিকার,
কে আর করে তবে প্রতিরোধ প্রতিকার?
কতিপয় লোকে করে নিয়মিত অপরাধ,
তারা করে সাজা ভোগ যারা করে প্রতিবাদ।
সকলেই জানে আজ কার কি কারবার,
তবু অপরাধী আজ কৌশলে পায় পার!
আতঙ্ক নিয়ে বাঁচে সাধারণ জনগণ,
সে সুযোগে অপরাধী মহাসুখে গায় গান।
কবে হবে তৈরি জনমনে সন্তোষ?
দোষী পাবে শাস্তি খুশী হবে নির্দোষ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৩/০৫/২০১৮নির্দোষের জন্যই বিচার ব্যবস্থা
-
পবিত্র চক্রবর্তী ২৩/০৫/২০১৮ভালো । আজ গুড বয় কারন মাত্র দুটি বানান ভুল হয়েছে - ফোকরে , ফাটা হবে বাবু । অনেক আদর থাকলো ॥