ভ্রান্ত ধারণা
অন্তরাত্মার স্বাধীনতা
বিলীন হল ভূলে,
জীবন জুড়ে ব্যর্থতা আজ
তার বিষাক্ত হুলে।
পথ আমাকে দিয়েছে ফাঁকি
ধারনা ছিল ভুল,
আমিই পথকে হারিয়েছি
হারিয়েছি জাত কুল।
লক্ষ কোটি ব্ল্যাক হোলে
যে আকাশ টা ভরা,
তিল ঠাঁই কি পাবে বল
অতি ক্ষুদ্র তারা?
গ্লানি আজকে আদর করে
শান্তি করে ঘৃণা,
এত জ্বালা সইতে হবে
কোথায় আমার দেনা?
শক্তি সাহস সব হারিয়ে
স্বপ্ন তবু থাকে,
পরাধীন কোন স্বত্বা আমায়
অন্ধ করে রাখে।
পথের ধুলো ওড়ে হাওয়ায়
যখন প্রতিবাদী,
স্বপ্ন দেখা ভুলে যেতে
হৃদয় টাকে সাধি।
বিলীন হল ভূলে,
জীবন জুড়ে ব্যর্থতা আজ
তার বিষাক্ত হুলে।
পথ আমাকে দিয়েছে ফাঁকি
ধারনা ছিল ভুল,
আমিই পথকে হারিয়েছি
হারিয়েছি জাত কুল।
লক্ষ কোটি ব্ল্যাক হোলে
যে আকাশ টা ভরা,
তিল ঠাঁই কি পাবে বল
অতি ক্ষুদ্র তারা?
গ্লানি আজকে আদর করে
শান্তি করে ঘৃণা,
এত জ্বালা সইতে হবে
কোথায় আমার দেনা?
শক্তি সাহস সব হারিয়ে
স্বপ্ন তবু থাকে,
পরাধীন কোন স্বত্বা আমায়
অন্ধ করে রাখে।
পথের ধুলো ওড়ে হাওয়ায়
যখন প্রতিবাদী,
স্বপ্ন দেখা ভুলে যেতে
হৃদয় টাকে সাধি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৫/২০১৮ভালো।
-
রনি বিশ্বাস ১২/০৫/২০১৮অসাধারণ কবিতা কবিবন্ধু
-
পবিত্র চক্রবর্তী ১২/০৫/২০১৮ভালো । ভুল , ব্ল্যাক বানান ঠিক করো ॥