ভয়ঙ্কর পরিণতি
কখনও কি কেউ ভেবে দেখেছ কি হবে পরিণতি,
নিজের স্বার্থ করতে উদ্ধার করলে অন্যের ক্ষতি?
সোজা পথে যদি কখনও কারো না আসে সার্থকতা,
বাঁকা পথে কভূ সুখ মেলে না মেলে বিষণ্ণতা।
নিজের খুশী বিলিয়ে দিয়ে প্রাণে পায় যে সুখ,
সেই সুখে যায় প্রাণটা ভরে ভরে যায় ব্যথী বুক।
হাজার কষ্ট মেনে নিয়ে দুঃখ ভালবেসে,
পরমানন্দে ভরে এ ভূবন স্বর্গের সুখ এসে।
ভুলেও যদি কেড়ে নিয়েছ অন্য মুখের হাসি,
জেনে নিও তবে পৌঁছে গেছ নরকের পাশাপাশি।
কোনা কারণে ভেঙে দিলে যদি কারো প্রাণের আশা,
চিরতরে তোমায় জানাবে বিদায় তোমার ভালবাসা।
অন্যের সুখে সুখী হতে আপত্তি না এলে,
তবে দুঃখের দুঃখী হতে বাঁধা কোথায় পেলে?
স্বার্থ হাসিল করার আশায় সামান্য দিলে ব্যথা,
এইতো শুরু হয়ে গেল দুঃখ দেওয়ার প্রথা।
পারলে একটু কষ্ট সয়ে অন্যকে সুখ দাও,
কেমন হবে তোমার আগামী নিজেই গড়ে নাও।
কোন কারণে কখনও ভুলেও কর না কারো ক্ষতি,
নিশ্চিত সামনে দাঁড়াবে একদিন ভয়ঙ্কর পরিণতি।
নিজের স্বার্থ করতে উদ্ধার করলে অন্যের ক্ষতি?
সোজা পথে যদি কখনও কারো না আসে সার্থকতা,
বাঁকা পথে কভূ সুখ মেলে না মেলে বিষণ্ণতা।
নিজের খুশী বিলিয়ে দিয়ে প্রাণে পায় যে সুখ,
সেই সুখে যায় প্রাণটা ভরে ভরে যায় ব্যথী বুক।
হাজার কষ্ট মেনে নিয়ে দুঃখ ভালবেসে,
পরমানন্দে ভরে এ ভূবন স্বর্গের সুখ এসে।
ভুলেও যদি কেড়ে নিয়েছ অন্য মুখের হাসি,
জেনে নিও তবে পৌঁছে গেছ নরকের পাশাপাশি।
কোনা কারণে ভেঙে দিলে যদি কারো প্রাণের আশা,
চিরতরে তোমায় জানাবে বিদায় তোমার ভালবাসা।
অন্যের সুখে সুখী হতে আপত্তি না এলে,
তবে দুঃখের দুঃখী হতে বাঁধা কোথায় পেলে?
স্বার্থ হাসিল করার আশায় সামান্য দিলে ব্যথা,
এইতো শুরু হয়ে গেল দুঃখ দেওয়ার প্রথা।
পারলে একটু কষ্ট সয়ে অন্যকে সুখ দাও,
কেমন হবে তোমার আগামী নিজেই গড়ে নাও।
কোন কারণে কখনও ভুলেও কর না কারো ক্ষতি,
নিশ্চিত সামনে দাঁড়াবে একদিন ভয়ঙ্কর পরিণতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ২৪/০৫/২০১৮ভাল হয়েছে ।খুব ভাল!