ভোটের আগে পরে
হঠাৎ সবার কি সুমতি,
মিলছে নানান প্রতিশ্রুতি।
না চাইতে মেঘ বৃষ্টি অতি,
রাতা রাতির অগ্রগতি।
মেলেনি যা হাজার চেয়ে,
সব কিছু তা যাচ্ছে দিয়ে।
চাইছে দিতে হৃদয় ছুয়ে,
ভোট টাকে চাই বিনিময়ে।
এসে গেছে কাজের কাজী,
অনাহারে না কেউ আজি।
মহানন্দে আতশ বাজি,
ভোটের পরে পাজির পাজী!
মাছে ভরবে পুকুর সবার,
ধানে ভরবে গোলা এবার।
কিসে তোদের অভাব আবার,
আমি যখন মাথার উপর?
দেশ আর দেশের উন্নয়নে,
সূর্য চন্দ্র দেবো এনে।
খুশী সবাই বয়ান শুনে,
ভোটের পরে প্রহর গোনে!
মিলছে নানান প্রতিশ্রুতি।
না চাইতে মেঘ বৃষ্টি অতি,
রাতা রাতির অগ্রগতি।
মেলেনি যা হাজার চেয়ে,
সব কিছু তা যাচ্ছে দিয়ে।
চাইছে দিতে হৃদয় ছুয়ে,
ভোট টাকে চাই বিনিময়ে।
এসে গেছে কাজের কাজী,
অনাহারে না কেউ আজি।
মহানন্দে আতশ বাজি,
ভোটের পরে পাজির পাজী!
মাছে ভরবে পুকুর সবার,
ধানে ভরবে গোলা এবার।
কিসে তোদের অভাব আবার,
আমি যখন মাথার উপর?
দেশ আর দেশের উন্নয়নে,
সূর্য চন্দ্র দেবো এনে।
খুশী সবাই বয়ান শুনে,
ভোটের পরে প্রহর গোনে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরন্য রানা ১৫/১১/২০১৮
-
শেখ ফারুক হোসেন ০৯/১১/২০১৮বেশ ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০১৮ভোটের আগে সবাইকে খুশি তো করতেই হবে।
বাঙালি শুধু মিষ্টিকথায় ভোলে না যে! -
কবি মাজু ইব্রাহীম ০৯/১১/২০১৮সুন্দর
হাওয়া বদলের পালা এবার।।