ভদ্র ছেলেটি
নম্র ভদ্র মেধাবী ছেলেটি,
জগতের সব কিছু দিয়েছে সে ছুটি।
আনমনে কি যেন বিড়বিড় করে যায়,
সারারাত জেগে থাকে ঘুরে ফিরে পানি খায়।
দিন দিন শুকিয়ে হচ্ছে সে রুগ্ন,
ঘোরাঘুরি আড্ডাতে হয়ে আছে মগ্ন।
চলছে কি তার মনে বোঝা হল বড় দায়,
কোন কথা বললেই হুট হাট রেগে যায়।
তার কোন রুচি নেই সুস্বাদু খাবারে,
ভেবে কূল পাইনা এত টাকা কি করে।
ওর যত বন্ধু খুব বেশী চঞ্চল,
কোথা যায় হারিয়ে এক সাথে বেধে দল।
কারো প্রতি তার কোন নেই মায়া মমতা,
যা খুশী করে যায় নেই কোন জড়তা।
বাবা মা শিক্ষক শত্রু মনে হয়,
বন্ধু আড্ডা সারাক্ষণ মনে চায়।
খোজ নিয়ে দেখিনি এত টাকা কি করে,
বুঝিনি সে হারাবে মাদকের শহরে।
এতকাল সব খানে পেয়েছে সে বাহবা,
সবাই আজ ঘৃণা করে রোজ নেয় ইয়াবা।
জগতের সব কিছু দিয়েছে সে ছুটি।
আনমনে কি যেন বিড়বিড় করে যায়,
সারারাত জেগে থাকে ঘুরে ফিরে পানি খায়।
দিন দিন শুকিয়ে হচ্ছে সে রুগ্ন,
ঘোরাঘুরি আড্ডাতে হয়ে আছে মগ্ন।
চলছে কি তার মনে বোঝা হল বড় দায়,
কোন কথা বললেই হুট হাট রেগে যায়।
তার কোন রুচি নেই সুস্বাদু খাবারে,
ভেবে কূল পাইনা এত টাকা কি করে।
ওর যত বন্ধু খুব বেশী চঞ্চল,
কোথা যায় হারিয়ে এক সাথে বেধে দল।
কারো প্রতি তার কোন নেই মায়া মমতা,
যা খুশী করে যায় নেই কোন জড়তা।
বাবা মা শিক্ষক শত্রু মনে হয়,
বন্ধু আড্ডা সারাক্ষণ মনে চায়।
খোজ নিয়ে দেখিনি এত টাকা কি করে,
বুঝিনি সে হারাবে মাদকের শহরে।
এতকাল সব খানে পেয়েছে সে বাহবা,
সবাই আজ ঘৃণা করে রোজ নেয় ইয়াবা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১২/০৬/২০১৮খুব সুন্দর চিন্তার খোরাক। ভদ্র ছেলেটির জীবন কথা খুবই করুন।
-
রবিউল হাসান ১১/০৬/২০১৮আমাদের ভদ্র ছেলেগুলো নেশার ভয়ংকর ছোবল থেকে রক্ষা পাক।তারা সত্যিকারের ভদ্র হয়ে থাক।এই কামনা করি।
-
মোঃ ফাহাদ আলী ১১/০৬/২০১৮সুন্দর লেখনি।