ভীতি
শান্তির জন্য ক্লান্তি
ক্লান্তি চাইলে আরাম,
দ্বিগুণ বোঝা চাপিয়ে দেয়
প্রিয় পরিশ্রম।
ভাবতে প্রাণটা খুলে
নীরব অবস্থান,
ব্যথার ভিড়ে ভাবনা তবু
পায়না পরিত্রান।
মুক্তমনা হতে
চেষ্টা একলা থাকা,
স্মৃতির বাদল ভিজিয়ে দেয়
যায়না বেধে রাখা।
নিজের ভয়ে নিজে
পালাই বল কোথায়,
নতুন ভাবে করতে শুরু
কেউবা আবার শুধায়।
মতিভ্রমের স্রোতে
কখনো যাই ভেসে,
দুর্ভাবনায় ফেলে আবার
কল্পনাতে এসে।
এগিয়ে যায় মন
পিছিয়ে আসে দেহ,
ছিন্নভিন্ন করে আমায়
আবার যদি কেহ।
ক্লান্তি চাইলে আরাম,
দ্বিগুণ বোঝা চাপিয়ে দেয়
প্রিয় পরিশ্রম।
ভাবতে প্রাণটা খুলে
নীরব অবস্থান,
ব্যথার ভিড়ে ভাবনা তবু
পায়না পরিত্রান।
মুক্তমনা হতে
চেষ্টা একলা থাকা,
স্মৃতির বাদল ভিজিয়ে দেয়
যায়না বেধে রাখা।
নিজের ভয়ে নিজে
পালাই বল কোথায়,
নতুন ভাবে করতে শুরু
কেউবা আবার শুধায়।
মতিভ্রমের স্রোতে
কখনো যাই ভেসে,
দুর্ভাবনায় ফেলে আবার
কল্পনাতে এসে।
এগিয়ে যায় মন
পিছিয়ে আসে দেহ,
ছিন্নভিন্ন করে আমায়
আবার যদি কেহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ০১/০৪/২০১৮অনেক ভাল লেগেছে