ভীরু
বুঝিনি কখনো আগে,
ভালবাসার জন্য একটা সাহসী হৃদয় লাগে।
প্রেমকে মনেই পুষেছি,
জানাতে পারিনি সাহসের অভাবে ভাল তাকে বেসেছি!
সুযোগের ছিল না অভাব,
ভাবনা জুড়ে আতঙ্ক ছিল রটে যায় যদি গুজব!
তবু আজ নিরুপায়,
ভালবাসা আর পারফিউম কি গোপন রাখা যায়?
রটে গেল চার পাশে,
কি কারণে সে প্রতিটা রাত্রে আমার স্বপ্নে আসে?
কাউকে বলিনি মুখে,
ভালবাসা নাকি ফুটে উঠেছে আমার ভীতু চোখে।
মরি আজ লজ্জায়,
তার ঘুম আমি ভাঙ্গি কেমনে জেগে জেগে যে ঘুমায়?
হয়ে গেছি তার দাস,
কখন হয়েছে পারিনি বুঝতে আমার সর্বনাশ!
এই ভীরু আত্মায়,
সারাক্ষণ শুধু তার ভাবনা কেন যে শোভা পায়!
পাইনি তো তার পরশ
ভালবাসি আমি জানাতে সে কথা হয়নি আজো সাহস!
ভালবাসার জন্য একটা সাহসী হৃদয় লাগে।
প্রেমকে মনেই পুষেছি,
জানাতে পারিনি সাহসের অভাবে ভাল তাকে বেসেছি!
সুযোগের ছিল না অভাব,
ভাবনা জুড়ে আতঙ্ক ছিল রটে যায় যদি গুজব!
তবু আজ নিরুপায়,
ভালবাসা আর পারফিউম কি গোপন রাখা যায়?
রটে গেল চার পাশে,
কি কারণে সে প্রতিটা রাত্রে আমার স্বপ্নে আসে?
কাউকে বলিনি মুখে,
ভালবাসা নাকি ফুটে উঠেছে আমার ভীতু চোখে।
মরি আজ লজ্জায়,
তার ঘুম আমি ভাঙ্গি কেমনে জেগে জেগে যে ঘুমায়?
হয়ে গেছি তার দাস,
কখন হয়েছে পারিনি বুঝতে আমার সর্বনাশ!
এই ভীরু আত্মায়,
সারাক্ষণ শুধু তার ভাবনা কেন যে শোভা পায়!
পাইনি তো তার পরশ
ভালবাসি আমি জানাতে সে কথা হয়নি আজো সাহস!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।