ভেজা বেড়াল
বিফলতা যাবে মরে,
সফলতা বরন করে।
নতুন বউয়ের আঁচল ধরে,
যদি ভেজা বেড়াল ঘরে।
কেঁদে নয়ন যারা ভাসায়,
তারাই আবার ভুবন হাসায়।
তাদের প্রীতি ভালোবাসায়,
দূরীভূত হয় পরজয়।
কাপুরুষের মরার মাঝে,
লজ্জা নিজে মরে লাজে।
মরে ওরা সকাল সাঝে,
চরিত্রটা ভীষণ বাজে।
ঘরের কোনে ঘাপটি মারা,
এই বহমান জীবন ধারা।
আগামীকে আনে ওরা,
ফুলে ফলে ভরে ধরা।
জীবন সঙ্গীর অনুভূতি,
তারই দেয়া প্রতিশ্রুতি।
উৎসাহ আর উদ্দীপনায়,
সার্থকতা পায় খুঁজে পায়।
বীরের বেশে তাঁর চলাচল,
অফুরন্ত জোর মনোবল।
সকল কাজে জয়ী সফল,
ঘরে যারা ভেজা বেড়াল।
সফলতা বরন করে।
নতুন বউয়ের আঁচল ধরে,
যদি ভেজা বেড়াল ঘরে।
কেঁদে নয়ন যারা ভাসায়,
তারাই আবার ভুবন হাসায়।
তাদের প্রীতি ভালোবাসায়,
দূরীভূত হয় পরজয়।
কাপুরুষের মরার মাঝে,
লজ্জা নিজে মরে লাজে।
মরে ওরা সকাল সাঝে,
চরিত্রটা ভীষণ বাজে।
ঘরের কোনে ঘাপটি মারা,
এই বহমান জীবন ধারা।
আগামীকে আনে ওরা,
ফুলে ফলে ভরে ধরা।
জীবন সঙ্গীর অনুভূতি,
তারই দেয়া প্রতিশ্রুতি।
উৎসাহ আর উদ্দীপনায়,
সার্থকতা পায় খুঁজে পায়।
বীরের বেশে তাঁর চলাচল,
অফুরন্ত জোর মনোবল।
সকল কাজে জয়ী সফল,
ঘরে যারা ভেজা বেড়াল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনন্দ চ্যাটার্জী ০৯/১০/২০১৮খুব ই অন্য রকমের কবিতা...।। সাধু সাধু
-
শান্ত চৌধুরী ০৯/১০/২০১৮বাহ্ চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১০/২০১৮বেশ!
-
অরন্য রানা ০৮/১০/২০১৮বাহ!