ভাঙা হৃদয়
ঐ হৃদয়ের ছায়াতলে
ঠাই দিয়েছিলে বলে,
মহাসুখে বেশ কটা দিন
দিব্যি গেছে চলে।
দিয়েছ উজাড় করে
নিয়েছ আবার কেড়ে,
যাবার বেলায় দিয়ে গেলে যা
ক্রমাগত যাচ্ছে বেড়ে!
হাজার চেষ্টা করেও
যেন পাইনা পরিত্রান,
ভুক্তভোগী অন্তর
করে সে সুখের সন্ধান।
যে সুখ তোমার মধুর পরশ
দিয়েছে অবিরত,
হঠাৎ তোমার উধাও হওয়ায়
সব হয়েছে গত।
কঠিন সময় এখন
আঁধার যেন ভুবন,
ভাঙা হৃদয় লাগেনা জোড়া
যতই করি যতন।
ঠাই দিয়েছিলে বলে,
মহাসুখে বেশ কটা দিন
দিব্যি গেছে চলে।
দিয়েছ উজাড় করে
নিয়েছ আবার কেড়ে,
যাবার বেলায় দিয়ে গেলে যা
ক্রমাগত যাচ্ছে বেড়ে!
হাজার চেষ্টা করেও
যেন পাইনা পরিত্রান,
ভুক্তভোগী অন্তর
করে সে সুখের সন্ধান।
যে সুখ তোমার মধুর পরশ
দিয়েছে অবিরত,
হঠাৎ তোমার উধাও হওয়ায়
সব হয়েছে গত।
কঠিন সময় এখন
আঁধার যেন ভুবন,
ভাঙা হৃদয় লাগেনা জোড়া
যতই করি যতন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১৩/০৬/২০১৮দারুণ অনুভূতির কবিতা পড়লাম ।ভাল থাকুন ।
-
জয় ১২/০৬/২০১৮বেশ ।
-
পবিত্র চক্রবর্তী ১২/০৬/২০১৮খুব ভালো
-
সাঁঝের তারা ১১/০৬/২০১৮ভালো