ভাগ্যলেখা
এই পৃথিবী সেজেছে আজ
তোমার আয়োজনে,
বৃষ্টি ধারা ঝরছে যেন
তৃষিত সকল প্রাণে।
অসাধারণ সুন্দর ঐ
মায়াবী দুটি নয়ন,
শিহরণ জাগা বাকভঙ্গি
মধুর শব্দ চয়ন।
প্রানপনে খুঁজে বাহুডোরে বেধে
হয়েছে সমন্নয়,
তৃপ্ত প্রাণের সহানুভূতি
ছিনিয়ে নিয়েছে জয়।
শত সাধনায় শ্রমে গড়া
মূল্যবান এ ধন,
আগ্রহভরে জড়িয়ে রাখি
তবুও ভরে না মন।
হৃদয়ের সাথে হৃদয় মেশে
যন্ত্রণারা একা,
আজীবন রাখব বুকে জড়িয়ে
থাকলে ভাগ্যে লেখা।
তোমার আয়োজনে,
বৃষ্টি ধারা ঝরছে যেন
তৃষিত সকল প্রাণে।
অসাধারণ সুন্দর ঐ
মায়াবী দুটি নয়ন,
শিহরণ জাগা বাকভঙ্গি
মধুর শব্দ চয়ন।
প্রানপনে খুঁজে বাহুডোরে বেধে
হয়েছে সমন্নয়,
তৃপ্ত প্রাণের সহানুভূতি
ছিনিয়ে নিয়েছে জয়।
শত সাধনায় শ্রমে গড়া
মূল্যবান এ ধন,
আগ্রহভরে জড়িয়ে রাখি
তবুও ভরে না মন।
হৃদয়ের সাথে হৃদয় মেশে
যন্ত্রণারা একা,
আজীবন রাখব বুকে জড়িয়ে
থাকলে ভাগ্যে লেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৭/২০১৮হৃদয়ের পরিচ্ছন্ন আকুতি।