উঠতি বয়স
নগ্ন বিছানায় ক্লান্তি
ঝরে যায় ,
পাশ ফিরতে আঁকড়ে ধরে
আবার কাছে চায়।
অসীম যে তার ক্ষুধা
আমি সিধে সাধা,
আবেদনের ভঙ্গিতে সে
অবাক চেয়ে রয়।
সত্য কথা বলি
সোজা পথে চলি
স্পষ্ট দাগ দেখতে পাবে
পূর্ণ চাঁদের গায়।
আমার মত ভদ্র ছেলে
লাখে নাকি একটা মেলে
পাশের বাড়ীর খালাম্মারা
আম্মুকে তাই কয়।
তবু কেন আমার সাথে
হচ্ছে এমন প্রতি রাতে
কাউকে এটা যায় না বলা
মরি গো লজ্জায়!
সার্চ করেছি ইন্টারনেটে
জানতে পেলাম অনেক ঘেটে
উঠতি বয়সকালে নাকি
সবার এমন হয়।
ঝরে যায় ,
পাশ ফিরতে আঁকড়ে ধরে
আবার কাছে চায়।
অসীম যে তার ক্ষুধা
আমি সিধে সাধা,
আবেদনের ভঙ্গিতে সে
অবাক চেয়ে রয়।
সত্য কথা বলি
সোজা পথে চলি
স্পষ্ট দাগ দেখতে পাবে
পূর্ণ চাঁদের গায়।
আমার মত ভদ্র ছেলে
লাখে নাকি একটা মেলে
পাশের বাড়ীর খালাম্মারা
আম্মুকে তাই কয়।
তবু কেন আমার সাথে
হচ্ছে এমন প্রতি রাতে
কাউকে এটা যায় না বলা
মরি গো লজ্জায়!
সার্চ করেছি ইন্টারনেটে
জানতে পেলাম অনেক ঘেটে
উঠতি বয়সকালে নাকি
সবার এমন হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌরভ ভূঞ্যা ০৩/০৫/২০১৮
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৮অনেক ভালো থিমের উপর কাজ করা।
রোমান্টিকতা আর আধুনিকতার এক মহা সম্মিলন।।
ধন্যবাদ -
পবিত্র চক্রবর্তী ০৩/০৫/২০১৮বানান ঠিক আজ ...গুড ।
ধন্যবাদ।