উপস্থাপন
উপস্থাপন অসাধারণ, নেশায় দোলে তাই দেহ মন।
সীমানাহীন এই প্রয়োজন, বাড়ে বাড়ুক মনের দহন।
জেগে থাকা ঘুমের বেশে, ভেতর কাঁদে বাহির হাসে।
মহাশান্তির সে আবেশে, মৃদু সুখে হৃদয় ভাসে।
বোঝা কঠিন মনের ভাষা, গহীন প্রাণের ভালবাসা।
অধৈর্য কেউ হয় নিরাশা, কারো ভাঙে সুখের বাসা।
পরাজয়ের গ্লানি ধুয়ে, স্বপ্ন আশায় জীবন ছুয়ে।
হাজার গ্লানি ব্যাথা সয়ে, যাচ্ছে সাধের জীবন বয়ে।
কোমল মনের সরলতা, চিত্তভরা প্রাচীন প্রথা।
মনই বোঝে মনের কথা, আপন হলে বোঝে ব্যাথা।
উদারতা করলে প্রকাশ, প্রাণে জাগে খুশীর প্রয়াস।
সরলতার রঙিন উচ্ছাস, জীবন জুড়ে খুশীর আভাস।
সকাল সন্ধ্যা সে প্রার্থনা, আসবে কবে নিলাঞ্জনা।
ব্যাকুলতার এ লাঞ্ছনা, বুকের মাঝে জমা ঘৃণা।
কালো মেঘে ঢাকা আকাশ, রৌদ্র তবু হয়না নিরাশ।
থাকবে না সে বৃষ্টি বিলাশ, বইবে যখন ঝড়ো বাতাস।
পরিপক্ক অশেষ আশা, অন্ধ প্রাণে বাধে বাসা।
উদ্দেশ্যহীন যাওয়া আসা, ইচ্ছে করে বানে ভাসা।
আসক্তিতে ভরা ধরন, নেশায় মেতে করি বরন।
প্রাণে পেতে রাখা আসন, তুমি তোমার উপস্থাপন।
সীমানাহীন এই প্রয়োজন, বাড়ে বাড়ুক মনের দহন।
জেগে থাকা ঘুমের বেশে, ভেতর কাঁদে বাহির হাসে।
মহাশান্তির সে আবেশে, মৃদু সুখে হৃদয় ভাসে।
বোঝা কঠিন মনের ভাষা, গহীন প্রাণের ভালবাসা।
অধৈর্য কেউ হয় নিরাশা, কারো ভাঙে সুখের বাসা।
পরাজয়ের গ্লানি ধুয়ে, স্বপ্ন আশায় জীবন ছুয়ে।
হাজার গ্লানি ব্যাথা সয়ে, যাচ্ছে সাধের জীবন বয়ে।
কোমল মনের সরলতা, চিত্তভরা প্রাচীন প্রথা।
মনই বোঝে মনের কথা, আপন হলে বোঝে ব্যাথা।
উদারতা করলে প্রকাশ, প্রাণে জাগে খুশীর প্রয়াস।
সরলতার রঙিন উচ্ছাস, জীবন জুড়ে খুশীর আভাস।
সকাল সন্ধ্যা সে প্রার্থনা, আসবে কবে নিলাঞ্জনা।
ব্যাকুলতার এ লাঞ্ছনা, বুকের মাঝে জমা ঘৃণা।
কালো মেঘে ঢাকা আকাশ, রৌদ্র তবু হয়না নিরাশ।
থাকবে না সে বৃষ্টি বিলাশ, বইবে যখন ঝড়ো বাতাস।
পরিপক্ক অশেষ আশা, অন্ধ প্রাণে বাধে বাসা।
উদ্দেশ্যহীন যাওয়া আসা, ইচ্ছে করে বানে ভাসা।
আসক্তিতে ভরা ধরন, নেশায় মেতে করি বরন।
প্রাণে পেতে রাখা আসন, তুমি তোমার উপস্থাপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
উজ্জ্বল দত্ত ১৯/০৭/২০১৮শব্দচয়ন ভাল।