উল্টো পথে
সহজ ভাবে লোক চলে না,
কঠিন পথে ভীড় কমে না।
পুরোনো ঋণ শোধ করে না,
আবার করে নতুন দেনা।
গায়ে পরে ছেড়া জামা,
কোটি টাকা ব্যাংকে জমা।
চিৎ হয়ে রয় খালি পেটে,
কেউ না খেয়ে অঢেল লুটে।
বায়না দিয়ে বানায় জুতো,
শেষ রাত্রে বউয়ের গুতো।
পৌষ মাসে খালি গায়ে,
শরীর গরম শুধু চায়ে।
তেলো মাথায় তেল ঢেলে যায়,
শুকনো টাকে বেল ভেঙ্গে খায়।
শ্বশুর দিল পনের টাকা,
তাও ঘোরেনি ভাগ্য চাকা।
পণ করেছি স্রোতে ভেসে,
উঠব এবের কূলে এসে।
চলতে থাকি উল্টো পথে,
ঘুমাই দিনে জাগি রাতে।
কঠিন পথে ভীড় কমে না।
পুরোনো ঋণ শোধ করে না,
আবার করে নতুন দেনা।
গায়ে পরে ছেড়া জামা,
কোটি টাকা ব্যাংকে জমা।
চিৎ হয়ে রয় খালি পেটে,
কেউ না খেয়ে অঢেল লুটে।
বায়না দিয়ে বানায় জুতো,
শেষ রাত্রে বউয়ের গুতো।
পৌষ মাসে খালি গায়ে,
শরীর গরম শুধু চায়ে।
তেলো মাথায় তেল ঢেলে যায়,
শুকনো টাকে বেল ভেঙ্গে খায়।
শ্বশুর দিল পনের টাকা,
তাও ঘোরেনি ভাগ্য চাকা।
পণ করেছি স্রোতে ভেসে,
উঠব এবের কূলে এসে।
চলতে থাকি উল্টো পথে,
ঘুমাই দিনে জাগি রাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনি বিশ্বাস ২৮/১০/২০১৮অসাধারণ বিক্ষিপ্ত কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০১৮বিক্ষিপ্ত চিত্র।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৭/১০/২০১৮সুন্দর কবিতা। ভালোবাসা নিবেন