উল্লাসের হাহাকার
উল্লাস জুড়ে সেদিন ভীষণ
নেমেছিল হাহাকার,
আনন্দরা কষ্টে যেদিন
করেছিলো চিৎকার!
শান্তি সেদিন অশান্তিকে
জানায় নিমন্ত্রণ,
সুখের পরশ দুখের সাথে
করলে আলিঙ্গন।
ভালোবাসা ডুকরে কাঁদে
ঘৃণা ভালোবেসে,
সফল হওয়া সফলতা
বিফল অবশেষে!
লজ্জা অতি সস্তা তখন
ক্ষণিক সুখের কাছে,
জীবন শুধু মৃত্যুশয্যায়
মরার জন্য বাঁচে!
উল্লাসেরা অশ্রুজলে
ভেসে চলে যায়,
প্রাণের ভয়ে দাম্ভিকতা
পার তলে লুটায়!
নেমেছিল হাহাকার,
আনন্দরা কষ্টে যেদিন
করেছিলো চিৎকার!
শান্তি সেদিন অশান্তিকে
জানায় নিমন্ত্রণ,
সুখের পরশ দুখের সাথে
করলে আলিঙ্গন।
ভালোবাসা ডুকরে কাঁদে
ঘৃণা ভালোবেসে,
সফল হওয়া সফলতা
বিফল অবশেষে!
লজ্জা অতি সস্তা তখন
ক্ষণিক সুখের কাছে,
জীবন শুধু মৃত্যুশয্যায়
মরার জন্য বাঁচে!
উল্লাসেরা অশ্রুজলে
ভেসে চলে যায়,
প্রাণের ভয়ে দাম্ভিকতা
পার তলে লুটায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ১৫/০৩/২০১৯চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৩/২০১৯উল্লাস!
-
সোহেল রানা আশিক ১৪/০৩/২০১৯সুন্দন
-
আশা মনি ১৪/০৩/২০১৯nice writing!