তুমি ও প্রকৃতি
বৈশাখী ঝড়ো হাওয়া বইছে প্রাণে,
কামনার দোলা দাও তুমি ক্ষণে ক্ষণে।
প্রাণ ওই ঝর্ণার ধারা ছুতে চায়,
ঝরা ফুল পড়ে থাকে পথের ধুলায়।
নীল আকাশ দূরে যায় এ শহর ছাড়ি,
ধ্রুব তারা মেঘে ঢেকে যায় তাড়াতাড়ি।
পরশ বুলিয়ে যায় সাদা কাশ ফুল,
মৃদু ঢেউ ছুয়ে যায় জীবনের কূল।
পাখিরা বাসর গড়ে ডালে আনমনে,
সাথী হারা ভয় প্রাণে জাগে প্রতি ক্ষণে।
নীল আকাশ কালো মেঘে ঢেকে গেলে হায়,
চমকাই বারে বারে শুধু গজরায়।
স্রোতে ভাসা শেওলা খুঁজে পায় কূল,
তারার মেলায় ঠাঁই খুঁজি এক চুল।
ঝর্ণার ধারা মেলে, যেই নদীতে,
প্রেমের বাঁধনে তারে চায় বাঁধিতে।
বিরহ দোলা দেয় আষাঢ়ের ক্ষণে,
বরষার ধারা যেন রুপ নেয় বানে।
যায় ভেসে শস্য ভাসে বাড়ি ঘর,
প্রকৃতির রোষানলে প্লাবিত নগর।
এ হৃদয়ে জলছে, যে প্রেমের অনল,
কামনার যাতনারা করে কোলাহল।
শিহরণ জাগাতে তুমি এলে কাছে,
প্রকৃতির মত সব তোমাতেও আছে।
কখনও ভাসাও সুখে আমার ধরা,
কখনও বা সেখানে বেদনার খরা।
অনুরাগে অভিমানে হাজারো স্মৃতি,
হৃদয় জগতে প্রিয়া তুমি প্রকৃতি।
কামনার দোলা দাও তুমি ক্ষণে ক্ষণে।
প্রাণ ওই ঝর্ণার ধারা ছুতে চায়,
ঝরা ফুল পড়ে থাকে পথের ধুলায়।
নীল আকাশ দূরে যায় এ শহর ছাড়ি,
ধ্রুব তারা মেঘে ঢেকে যায় তাড়াতাড়ি।
পরশ বুলিয়ে যায় সাদা কাশ ফুল,
মৃদু ঢেউ ছুয়ে যায় জীবনের কূল।
পাখিরা বাসর গড়ে ডালে আনমনে,
সাথী হারা ভয় প্রাণে জাগে প্রতি ক্ষণে।
নীল আকাশ কালো মেঘে ঢেকে গেলে হায়,
চমকাই বারে বারে শুধু গজরায়।
স্রোতে ভাসা শেওলা খুঁজে পায় কূল,
তারার মেলায় ঠাঁই খুঁজি এক চুল।
ঝর্ণার ধারা মেলে, যেই নদীতে,
প্রেমের বাঁধনে তারে চায় বাঁধিতে।
বিরহ দোলা দেয় আষাঢ়ের ক্ষণে,
বরষার ধারা যেন রুপ নেয় বানে।
যায় ভেসে শস্য ভাসে বাড়ি ঘর,
প্রকৃতির রোষানলে প্লাবিত নগর।
এ হৃদয়ে জলছে, যে প্রেমের অনল,
কামনার যাতনারা করে কোলাহল।
শিহরণ জাগাতে তুমি এলে কাছে,
প্রকৃতির মত সব তোমাতেও আছে।
কখনও ভাসাও সুখে আমার ধরা,
কখনও বা সেখানে বেদনার খরা।
অনুরাগে অভিমানে হাজারো স্মৃতি,
হৃদয় জগতে প্রিয়া তুমি প্রকৃতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২৭/০৯/২০১৮Asadharon laglo
-
আব্দুল হক ২৬/০৯/২০১৮সুন্দর লিখেছেন।
-
নৃ মাসুদ রানা ২৬/০৯/২০১৮বেশ ভাল
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৯/২০১৮প্রকৃতিপ্রেমের সুন্দর কবিতা।