তুমি ও পারবে
সবাই যদি পারে তবে, তুমি কেন পারবে না?
এমনি করে আর কখনো, গোমড়া মুখে থাকবে না।
তাকিয়ে দেখো সবাই কেমন, ছুটছে ভীষণ গতিতে,
অলস ঘরে বসে থেকে, পড়ছ কেন ক্ষতিতে?
এই জগতের কোন কিছু, মানুষের অসাধ্য নয়,
সফলতা পেতে হলে, সফল চেষ্টা থাকতে হয়।
অনেক দূরের রাস্তা ভেবে, কেউ যদি গো বসে রয়,
ভুলের অভিশাপে তবে, আসবে নেমে পরাজয়।
মানুষ যদি ভাবতে পারে, ভিন্ন গ্রহে বসতি,
একটু তুমি ভেবে দেখো, চেষ্টা করতে নেই ক্ষতি?
সফলতা নিয়ে কেহ, পৃথিবীতে আসে না,
একের পর এক চেষ্টা করলে, বিফল তুমি হবে না।
তোমার ভেতর সাহস আছে, আছে ভীষণ শক্তি,
লজ্জা ফেলে নিজের কাজকে, করতে হবে ভক্তি।
মনে রেখো ন্যায়ের পথে, কোন কাজই ছোট নয়,
ভুলের রাজ্যে থাকলে হয়তো, কাজকে ছোট মনে হয়।
কোন একদিন সে ভূল ভাঙে, কাজই সঠিক মনে হয়,
অবহেলা করতে করতে, শেষে সব হারিয়ে যায়।
উদ্যম আছে সাহস আছে, শুধু রাখো মনের জোর,
আছে তোমার বিদ্যাশিক্ষা, কষ্ট করলে কাটবে ঘোর।
অনুসরণ করো তাদের, যারা সফল হয়েছে,
চেষ্টায় থেকে কত জ্ঞানী, জীবন সপে দিয়েছে।
বিফলতার গ্লানি কিন্তু, আঁধার হতেও কালো,
বরং সফল হতে গিয়ে, জীবন দেওয়াই ভালো।
এমনি করে আর কখনো, গোমড়া মুখে থাকবে না।
তাকিয়ে দেখো সবাই কেমন, ছুটছে ভীষণ গতিতে,
অলস ঘরে বসে থেকে, পড়ছ কেন ক্ষতিতে?
এই জগতের কোন কিছু, মানুষের অসাধ্য নয়,
সফলতা পেতে হলে, সফল চেষ্টা থাকতে হয়।
অনেক দূরের রাস্তা ভেবে, কেউ যদি গো বসে রয়,
ভুলের অভিশাপে তবে, আসবে নেমে পরাজয়।
মানুষ যদি ভাবতে পারে, ভিন্ন গ্রহে বসতি,
একটু তুমি ভেবে দেখো, চেষ্টা করতে নেই ক্ষতি?
সফলতা নিয়ে কেহ, পৃথিবীতে আসে না,
একের পর এক চেষ্টা করলে, বিফল তুমি হবে না।
তোমার ভেতর সাহস আছে, আছে ভীষণ শক্তি,
লজ্জা ফেলে নিজের কাজকে, করতে হবে ভক্তি।
মনে রেখো ন্যায়ের পথে, কোন কাজই ছোট নয়,
ভুলের রাজ্যে থাকলে হয়তো, কাজকে ছোট মনে হয়।
কোন একদিন সে ভূল ভাঙে, কাজই সঠিক মনে হয়,
অবহেলা করতে করতে, শেষে সব হারিয়ে যায়।
উদ্যম আছে সাহস আছে, শুধু রাখো মনের জোর,
আছে তোমার বিদ্যাশিক্ষা, কষ্ট করলে কাটবে ঘোর।
অনুসরণ করো তাদের, যারা সফল হয়েছে,
চেষ্টায় থেকে কত জ্ঞানী, জীবন সপে দিয়েছে।
বিফলতার গ্লানি কিন্তু, আঁধার হতেও কালো,
বরং সফল হতে গিয়ে, জীবন দেওয়াই ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ২৬/১১/২০১৮দারুন লিখেছেন কবি
-
মনিরুজ্জামান/জীবন ২৬/১১/২০১৮চমৎকার
-
আব্দুল হক ২৫/১১/২০১৮বেশ