তুমিও একা
অসহ্য নির্জনতা কাটাতে
সান্নিধ্য পেতে চেয়েছি সর্বক্ষণ,
নির্মমভাবে ব্যর্থ হয়েছি
আপ্রাণ শত চেষ্টাতেও।
অতর্কিতে হানা দেয়া আঁখিজল
অবিরত করেছে ছলছল,
কখনই ওরা পায়নি তোমার কাছে
সামান্যতম সম্মান।
আমি আজ মুক্ত বিহঙ্গ
ছুটন্ত দূর দিগন্তে,
নির্ভাবনার নিবিড়তাবর্ধন
তোমাকে করেছে পরিতৃপ্ত।
সংগত কারণে সৃষ্ট দূরত্বের
যৌক্তিক নিঃশব্দ বেড়ে চলা,
চেয়ে আছে অনাগত আগামীর পানে
ঢলঢলে নেশাযুক্ত নয়নে,।
সামান্য ফিরে দেখাকে আনন্দিত করতে
চেতনার সুনিপুন আড়ালে।
অব্যক্ত অবান্তর ভাষা
জাগিয়ে তোলে অদেখা স্বপ্নকে,
হঠাৎ থমকে থাকে কম্পিত অন্তর
কাব্যিক তোমার স্বপ্নীল ভাবনায়।
ব্যথাতুর বহমান স্রোতধারা
মিশে থাকে জাগ্রত তোমাতে,
প্রশ্নের বানে ভাষা অন্তর
ভাবে, আজো কেন তুমি একা।
সান্নিধ্য পেতে চেয়েছি সর্বক্ষণ,
নির্মমভাবে ব্যর্থ হয়েছি
আপ্রাণ শত চেষ্টাতেও।
অতর্কিতে হানা দেয়া আঁখিজল
অবিরত করেছে ছলছল,
কখনই ওরা পায়নি তোমার কাছে
সামান্যতম সম্মান।
আমি আজ মুক্ত বিহঙ্গ
ছুটন্ত দূর দিগন্তে,
নির্ভাবনার নিবিড়তাবর্ধন
তোমাকে করেছে পরিতৃপ্ত।
সংগত কারণে সৃষ্ট দূরত্বের
যৌক্তিক নিঃশব্দ বেড়ে চলা,
চেয়ে আছে অনাগত আগামীর পানে
ঢলঢলে নেশাযুক্ত নয়নে,।
সামান্য ফিরে দেখাকে আনন্দিত করতে
চেতনার সুনিপুন আড়ালে।
অব্যক্ত অবান্তর ভাষা
জাগিয়ে তোলে অদেখা স্বপ্নকে,
হঠাৎ থমকে থাকে কম্পিত অন্তর
কাব্যিক তোমার স্বপ্নীল ভাবনায়।
ব্যথাতুর বহমান স্রোতধারা
মিশে থাকে জাগ্রত তোমাতে,
প্রশ্নের বানে ভাষা অন্তর
ভাবে, আজো কেন তুমি একা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।