তুমি নামের চালিকা শক্তি
তুমি আমার মস্তিষ্কের
প্রধান চালিকা শক্তি,
তুমি বীনা দেহ হতে প্রান
নিতে চায় চির মুক্তি।
আঁধার ঘেরা চলার পথটা
তুমি কর স্পষ্ট,
হাজার আলোয় তুমি হীনা
সুখ হয়ে যায় কষ্ট।
তুমি থাকলে ক্লান্ত দেহ
পায় ফিরে পায় উদ্যম,
পরোয়া করিনা মৃত্যু ভয়কে
যাই করে যাই সংগ্রাম।
তোমার ছোয়ায় পূর্ণতা পাই
প্রাণ হয় পরিপক্ব,
মায়াবী ছোয়ায় ফুলেরা ফোটে
যাই ভুলে সব দুঃখ।
তোমাকে পেতে আবেগী হৃদয়ে
খাড়া হয় শত যুক্তি,
দুর্বলতা কাটিয়ে উঠি
ফিরে পাই নব শক্তি।
প্রধান চালিকা শক্তি,
তুমি বীনা দেহ হতে প্রান
নিতে চায় চির মুক্তি।
আঁধার ঘেরা চলার পথটা
তুমি কর স্পষ্ট,
হাজার আলোয় তুমি হীনা
সুখ হয়ে যায় কষ্ট।
তুমি থাকলে ক্লান্ত দেহ
পায় ফিরে পায় উদ্যম,
পরোয়া করিনা মৃত্যু ভয়কে
যাই করে যাই সংগ্রাম।
তোমার ছোয়ায় পূর্ণতা পাই
প্রাণ হয় পরিপক্ব,
মায়াবী ছোয়ায় ফুলেরা ফোটে
যাই ভুলে সব দুঃখ।
তোমাকে পেতে আবেগী হৃদয়ে
খাড়া হয় শত যুক্তি,
দুর্বলতা কাটিয়ে উঠি
ফিরে পাই নব শক্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ১৯/১১/২০১৮অনন্য সৃষ্টি
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৯/১১/২০১৮সুন্দর
-
আব্দুল হক ১৮/১১/২০১৮সুন্দর লিখেছেন!