তুমি
তুমি মিষ্টি তুমি তিতা
তুমি ঝাল টক,
নিজের খুশী বিলিয়ে দিয়ে
মেটাও সবার শখ।
তুমি তেতুল তুমি আমড়া
তুমি জলপাই,
তোমার গুণের সমতুল্য
ধরায় কিছু নাই।
আঁধার রাতের বাতি তুমি
পূর্ণ চাঁদের আলো,
তুমি ছাড়া এই প্রকৃতি
ভীষণ অগোছালো।
সূর্য তুমি তারা তুমি
শান্ত নদীর ঢেউ,
তুমি ছাড়া ব্যাথী প্রাণের
খবর নেয়না কেউ।
আদর তুমি সোহাগ তুমি
সবার প্রাণের মায়া,
খর তাপের দিনে সবার
মাথার উপর ছায়া।
গ্রীষ্ম তুমি শীত তুমি
তুমি বসন্ত,
বর্ষা ধারায় কদম ফুলের
সুবাস অনন্ত।
তুমি আকাশ বাতাস তুমি
শীতের কুয়াশা,
ভীতুর প্রাণে তুমি সাহস
যোগাও সহসা।
তুমি ঝাল টক,
নিজের খুশী বিলিয়ে দিয়ে
মেটাও সবার শখ।
তুমি তেতুল তুমি আমড়া
তুমি জলপাই,
তোমার গুণের সমতুল্য
ধরায় কিছু নাই।
আঁধার রাতের বাতি তুমি
পূর্ণ চাঁদের আলো,
তুমি ছাড়া এই প্রকৃতি
ভীষণ অগোছালো।
সূর্য তুমি তারা তুমি
শান্ত নদীর ঢেউ,
তুমি ছাড়া ব্যাথী প্রাণের
খবর নেয়না কেউ।
আদর তুমি সোহাগ তুমি
সবার প্রাণের মায়া,
খর তাপের দিনে সবার
মাথার উপর ছায়া।
গ্রীষ্ম তুমি শীত তুমি
তুমি বসন্ত,
বর্ষা ধারায় কদম ফুলের
সুবাস অনন্ত।
তুমি আকাশ বাতাস তুমি
শীতের কুয়াশা,
ভীতুর প্রাণে তুমি সাহস
যোগাও সহসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Riktam Ghosh ২৯/০৮/২০১৮সুন্দর শব্দ চয়নে কবিতাটি অনবদ্য
-
মধু মঙ্গল সিনহা ২৮/০৮/২০১৮ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
-
ন্যান্সি দেওয়ান ২৭/০৮/২০১৮Sundor...