তোমার স্মৃতির দহন
নিঃশব্দে কেঁদেছি আমি কেউ তা শোনেনি,
বেঁচে থাকার কারণ খোঁজার সময় মেলেনি।
আশায় থেকে ব্যাথায় ডুবে করেছি চীৎকার,
ভাললাগার প্রতিদানে জুটল তিরস্কার।
প্রাণটা খুলে হাসব আমি বড্ড ছিল শখ,
তাই কি দুঃখ দেখছে আমায় এমনি অপলক?
আঁধার ঘরে বাতি হয়ে তোমার আবির্ভাব,
খানিক সময় জুটেছিল হাসির কলরব।
আমার জীবন আমার ভূবন আমার হাসি খুশী,
আমার ভাগ্য আমারই ভূল মিথ্যে তোমায় দোষী।
তোমার ভাগ্য সোনায় মোড়া সুখী তুমি রও,
ক্ষমায় মহৎ হয়ো সখী সময় যদি পাও।
থাকুক তোমার সময় জুড়ে খুশীর বিচরণ,
অতীত ভেবো কভূ যদি ব্যাথায় ভরে মন।
তোমার ঘরে বসত করে পূর্ণ চাঁদের আলো,
যখন আমার রাত্রি জুড়ে আমাবস্যা এলো।
তখন তুমি চাঁদের আলোয় খেলছ লুকোচুরি,
কে জানে কোন ঘাটে ভেড়ে কখন যে কার তরী!
অদেখা কোন স্বপ্নে প্রেমের ঘটবে আগমন,
দেখবে না কেউ আমার মনে তোমার স্মৃতির দহন।
বেঁচে থাকার কারণ খোঁজার সময় মেলেনি।
আশায় থেকে ব্যাথায় ডুবে করেছি চীৎকার,
ভাললাগার প্রতিদানে জুটল তিরস্কার।
প্রাণটা খুলে হাসব আমি বড্ড ছিল শখ,
তাই কি দুঃখ দেখছে আমায় এমনি অপলক?
আঁধার ঘরে বাতি হয়ে তোমার আবির্ভাব,
খানিক সময় জুটেছিল হাসির কলরব।
আমার জীবন আমার ভূবন আমার হাসি খুশী,
আমার ভাগ্য আমারই ভূল মিথ্যে তোমায় দোষী।
তোমার ভাগ্য সোনায় মোড়া সুখী তুমি রও,
ক্ষমায় মহৎ হয়ো সখী সময় যদি পাও।
থাকুক তোমার সময় জুড়ে খুশীর বিচরণ,
অতীত ভেবো কভূ যদি ব্যাথায় ভরে মন।
তোমার ঘরে বসত করে পূর্ণ চাঁদের আলো,
যখন আমার রাত্রি জুড়ে আমাবস্যা এলো।
তখন তুমি চাঁদের আলোয় খেলছ লুকোচুরি,
কে জানে কোন ঘাটে ভেড়ে কখন যে কার তরী!
অদেখা কোন স্বপ্নে প্রেমের ঘটবে আগমন,
দেখবে না কেউ আমার মনে তোমার স্মৃতির দহন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ৩০/০৫/২০১৮ভালো হয়েছে ॥