তোমার স্মৃতি
এই বৃষ্টির দিনে
নিলাম তোমায় চিনে,
হৃদয় বেঁচে ভালবাসা
নিয়েছিলাম কিনে।
এমন ঝড়ো হাওয়ায়
কল্পনা হাত বাড়ায়,
রঙিন দিনের স্মৃতি গুলো
গহীন আঁধার নামায়।
শীতের ঘন কুয়াশা
পায়নি খুঁজে ভাষা,
অপূর্ণ তাই রইল আজো
আমার মনের আশা।
বসন্তের ঐ গানে
বাদ্য বাজায় প্রাণে,
তোমার উপস্থিতি যেন
হরেক ফুলের ঘ্রাণে।
গ্রীষ্মের তাপদাহ
তাপে পোড়ায় দেহ,
তোমার স্মৃতি হৃদয় পোড়ায়
দেখে না তা কেহ।
নিলাম তোমায় চিনে,
হৃদয় বেঁচে ভালবাসা
নিয়েছিলাম কিনে।
এমন ঝড়ো হাওয়ায়
কল্পনা হাত বাড়ায়,
রঙিন দিনের স্মৃতি গুলো
গহীন আঁধার নামায়।
শীতের ঘন কুয়াশা
পায়নি খুঁজে ভাষা,
অপূর্ণ তাই রইল আজো
আমার মনের আশা।
বসন্তের ঐ গানে
বাদ্য বাজায় প্রাণে,
তোমার উপস্থিতি যেন
হরেক ফুলের ঘ্রাণে।
গ্রীষ্মের তাপদাহ
তাপে পোড়ায় দেহ,
তোমার স্মৃতি হৃদয় পোড়ায়
দেখে না তা কেহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১৩/০৬/২০১৮বেদনাময় স্মৃতির কবিতা পড়লাম। খুব ভালো লাগলো
-
সাঁঝের তারা ১১/০৬/২০১৮কে আর দেখবে? খুব ভালো কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৬/২০১৮বেশ তো!
-
রবিউল হাসান ১১/০৬/২০১৮স্মৃতি বড়ই বেদনার।অসাধারন কাব্য ভাবনা।বেশ ভালো।