তোমার স্বপ্ন
তোমার মহানুভবতায়
তোমার ত্যাগে,
আজ এ কণ্ঠ
স্বাধীন লাগে।
অসীম ধৈর্যে
বজ্রতুল্য হুঙ্কারে,
সমস্ত বিপত্তি
পালিয়েছে সুদূরে।
দুঃসাহসী বীরত্বে
উদার মহানুভবতায়,
বুক ভরা গর্ব
স্বাধীনতা এ বাংলায়।
বিচক্ষণতা আর
অসীম ভালবাসায়,
তোমার চেতনায় আজো
দল বাধি রাস্তায়।
উচ্ছাসে উদ্দীপনায়
নির্ভীক পথচলা,
তোমার স্বপ্ন ছিল
শত্রু মুক্ত এই বাংলা।
তোমার ত্যাগে,
আজ এ কণ্ঠ
স্বাধীন লাগে।
অসীম ধৈর্যে
বজ্রতুল্য হুঙ্কারে,
সমস্ত বিপত্তি
পালিয়েছে সুদূরে।
দুঃসাহসী বীরত্বে
উদার মহানুভবতায়,
বুক ভরা গর্ব
স্বাধীনতা এ বাংলায়।
বিচক্ষণতা আর
অসীম ভালবাসায়,
তোমার চেতনায় আজো
দল বাধি রাস্তায়।
উচ্ছাসে উদ্দীপনায়
নির্ভীক পথচলা,
তোমার স্বপ্ন ছিল
শত্রু মুক্ত এই বাংলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১০/০৭/২০১৮বাহ! সুন্দর প্রকাশ।তবে শত্রুমুক্ত বাঙলা কল্পনা করতে ভয় হয়।
-
তরুণ কান্তি ১০/০৭/২০১৮খুব সুন্দর চিন্তার ফসল তুলে ধরেছেন ।খুব ভালো লাগলো পাশে থাকুন প্রিয় কবিবর শুভেচ্ছা রইলো নিরন্তর ।