তোমার প্রতি
পরিপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে
চেয়ে থেকো নিত্য,
আমি দূরে চলে গেলেও
কাছে রবে চিত্ত।
সুনিপুন হাতে তুমি
সাজিয়ে দিও সাজ,
থাকে যেন স্বপ্নিল
মায়াবী কারুকাজ।
ফিরতে দেরী যদি
দেখো অতিরিক্ত,
অশ্রু জলে তুমি
হয়োনা গো সিক্ত।
সংসার সীমান্তে
জীবনের যুদ্ধ,
একাকিনী করে যেও
থেকো সদা শুদ্ধ।
জাগতিক মোহ যদি
করে বেশী আবদার,
নরকের ভয় দিয়ে
হয়ে যেও উদ্ধার।
নির্জীব হয়োনা গো
থেকো পাকা পুক্ত,
অনুরোধ হয়ো না
অশ্রুতে সিক্ত।
চেয়ে থেকো নিত্য,
আমি দূরে চলে গেলেও
কাছে রবে চিত্ত।
সুনিপুন হাতে তুমি
সাজিয়ে দিও সাজ,
থাকে যেন স্বপ্নিল
মায়াবী কারুকাজ।
ফিরতে দেরী যদি
দেখো অতিরিক্ত,
অশ্রু জলে তুমি
হয়োনা গো সিক্ত।
সংসার সীমান্তে
জীবনের যুদ্ধ,
একাকিনী করে যেও
থেকো সদা শুদ্ধ।
জাগতিক মোহ যদি
করে বেশী আবদার,
নরকের ভয় দিয়ে
হয়ে যেও উদ্ধার।
নির্জীব হয়োনা গো
থেকো পাকা পুক্ত,
অনুরোধ হয়ো না
অশ্রুতে সিক্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২০/০৪/২০১৮Sweet.
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৪/২০১৮বেশ লাগলো।