তোমার মমতা
তোমার মমতার উপহার
সুন্দর এই বিশ্ব,
শ্রেষ্ঠ ধনী তুমি ছাড়া
সব হারা নিঃস্ব।
স্বর্গে বসত সবার যখন
তোমার আয়ত্তে,
শুধরে নেবার হাজার সুযোগ
ক্ষমার মহত্ত্বে।
কঠিন ব্যাধির আরোগ্য দেয়
তোমার উপস্থিতি,
রাজা বাদশার নয়ন ভেজায়
তুমি হারার স্মৃতি।
মোম সমতুল্য গলে
হলেও কঠিন পাথর,
সৃষ্টি হতে শ্রেষ্ঠ পাওয়া
তোমার স্নেহ আদর।
বীণা শর্তে সব দিয়ে যাও
একমাত্র তুমি,
স্বর্গ পাবার সনদ মেলে
তোমার চরণ চুমি।
জ্বালতে আলো অকপটে
নেভাও জীবন বাতি,
তোমার অভয় পেলে যেন
দূর হয় সব ভীতি।
সৃষ্টিকর্তা স্বয়ং দিল
তোমার পরিচয়,
মুখে বুলি ফোটাও তুমি
অশেষ মমতায়।
সুন্দর এই বিশ্ব,
শ্রেষ্ঠ ধনী তুমি ছাড়া
সব হারা নিঃস্ব।
স্বর্গে বসত সবার যখন
তোমার আয়ত্তে,
শুধরে নেবার হাজার সুযোগ
ক্ষমার মহত্ত্বে।
কঠিন ব্যাধির আরোগ্য দেয়
তোমার উপস্থিতি,
রাজা বাদশার নয়ন ভেজায়
তুমি হারার স্মৃতি।
মোম সমতুল্য গলে
হলেও কঠিন পাথর,
সৃষ্টি হতে শ্রেষ্ঠ পাওয়া
তোমার স্নেহ আদর।
বীণা শর্তে সব দিয়ে যাও
একমাত্র তুমি,
স্বর্গ পাবার সনদ মেলে
তোমার চরণ চুমি।
জ্বালতে আলো অকপটে
নেভাও জীবন বাতি,
তোমার অভয় পেলে যেন
দূর হয় সব ভীতি।
সৃষ্টিকর্তা স্বয়ং দিল
তোমার পরিচয়,
মুখে বুলি ফোটাও তুমি
অশেষ মমতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ৩০/০৮/২০১৮সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২৯/০৮/২০১৮বেশ।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ২৯/০৮/২০১৮শুভেচ্ছা
-
আব্দুল হক ২৯/০৮/২০১৮বেশ ভালো , ধন্যবাদ!