তোমার চারিধারে
কৌতূহলবশত তাকিয়ে,
এখন আর পলক ফেলতে পারিনা।
ফলো করা চরম অপছন্দ তোমার,
তবু অনুসরন করি প্রতিদিন।
নিরুপায় মন বারন মানে না,
অভিনব কৌশলে জলছায়ায়-
চেষ্টা করি দেখতে তোমায়,
আমি তো আর ইভটিজার হতে পারবনা।
এ হৃদয়ের আকুতি অজানা তোমার,
তোমাকে বোঝাতেই এই পীছু চলা।
তুমি কখনই অহংকারী নও,
বলে দেয় ঐ মায়াবী চাহনি।
তবু সামনে দাড়াতে সংকোচ জাগে,
মিশ্রিত ভয় আর লজ্জায়।
হয়তো দেখনি আমার বিচরণ
তোমার ভেতরে, তোমার চারিধারে।
এখন আর পলক ফেলতে পারিনা।
ফলো করা চরম অপছন্দ তোমার,
তবু অনুসরন করি প্রতিদিন।
নিরুপায় মন বারন মানে না,
অভিনব কৌশলে জলছায়ায়-
চেষ্টা করি দেখতে তোমায়,
আমি তো আর ইভটিজার হতে পারবনা।
এ হৃদয়ের আকুতি অজানা তোমার,
তোমাকে বোঝাতেই এই পীছু চলা।
তুমি কখনই অহংকারী নও,
বলে দেয় ঐ মায়াবী চাহনি।
তবু সামনে দাড়াতে সংকোচ জাগে,
মিশ্রিত ভয় আর লজ্জায়।
হয়তো দেখনি আমার বিচরণ
তোমার ভেতরে, তোমার চারিধারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ২১/০৩/২০১৮ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৩/২০১৮সত্য।