তোমার বিনিময়ে
তোমার প্রাণের বিনিময়ে
আসে যদি শৃঙ্খলা,
তবে তোমায় হারিয়ে প্রাণ
নয় একটুও উতলা।
ইতিহাসের সাক্ষী হলে
দিয়ে জীবন বিসর্জন,
ন্যায়ের কাছে দুর্নীতিকে
করে দিলে সমর্পণ।
ব্যাক্ত করা প্রাণের কষ্ট
আজ হয়েছে ভীষণ দায়,
কর্মকাণ্ড দেখে লজ্জা
নিজেই যেন লজ্জা পায়।
মানব শরীর পিষ্ঠ করে
মানুষেই তা করছে ভোগ,
উপশম কে করবে বল
সনাক্ত নয় আজ এ রোগ।
সমাজ জাতি ধর্ম বর্ণ
মানব সৃষ্ট ভেদাভেদ,
তোমার প্রাণের বিনিময়ে
শেষ হয়ে যাক এই বিভেদ।
আসে যদি শৃঙ্খলা,
তবে তোমায় হারিয়ে প্রাণ
নয় একটুও উতলা।
ইতিহাসের সাক্ষী হলে
দিয়ে জীবন বিসর্জন,
ন্যায়ের কাছে দুর্নীতিকে
করে দিলে সমর্পণ।
ব্যাক্ত করা প্রাণের কষ্ট
আজ হয়েছে ভীষণ দায়,
কর্মকাণ্ড দেখে লজ্জা
নিজেই যেন লজ্জা পায়।
মানব শরীর পিষ্ঠ করে
মানুষেই তা করছে ভোগ,
উপশম কে করবে বল
সনাক্ত নয় আজ এ রোগ।
সমাজ জাতি ধর্ম বর্ণ
মানব সৃষ্ট ভেদাভেদ,
তোমার প্রাণের বিনিময়ে
শেষ হয়ে যাক এই বিভেদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/০৯/২০১৮খুব ভালো লাগলো
-
নাদেরা ফারনাছ শিমূল ০৯/০৮/২০১৮ভাল লেগেছে।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০৮/২০১৮অনেক ধন্যবাদ
-
কলামিষ্ট নিজাম গাজী ০৯/০৮/২০১৮দারুণ লিখেছেন। ভালো লেগেছে। শুভেচ্ছা জানবেন।।