তোমাকে চাই
আমি যখন একলা ছিলাম
ছিলাম অনেক সুখী,
আরও বেশী সুখী হতে
তোমায় চেয়ে দেখি।
কোথায় আমার আনন্দ আর
কোথায় আমার সুখ?
হাহাকারে ভরল জীবন
ব্যথায় ভরল বুক!
হাসি মুখে এসে প্রিয়
ভালবাসার ছলে,
ছিন্ন ভিন্ন করে দিয়ে
দূরে গেছ চলে।
নয়ন জলে ভাসি এখন
কেড়ে নিলে সুখ,
হাজার লোকের ভিড়ে খুঁজি
তোমার প্রিয় মুখ।
আশার প্রদীপ নিভে গেছে
সব হয়েছে শেষ,
আমায় দুঃখে ভাসিয়ে গেল
তোমার ছদ্মবেশ।
আজো হৃদয় হয়ে আছে
তোমাতে উৎসুক,
তোমায় কাছে পেলে সুখে
ভরবে আবার বুক।
ছিলাম অনেক সুখী,
আরও বেশী সুখী হতে
তোমায় চেয়ে দেখি।
কোথায় আমার আনন্দ আর
কোথায় আমার সুখ?
হাহাকারে ভরল জীবন
ব্যথায় ভরল বুক!
হাসি মুখে এসে প্রিয়
ভালবাসার ছলে,
ছিন্ন ভিন্ন করে দিয়ে
দূরে গেছ চলে।
নয়ন জলে ভাসি এখন
কেড়ে নিলে সুখ,
হাজার লোকের ভিড়ে খুঁজি
তোমার প্রিয় মুখ।
আশার প্রদীপ নিভে গেছে
সব হয়েছে শেষ,
আমায় দুঃখে ভাসিয়ে গেল
তোমার ছদ্মবেশ।
আজো হৃদয় হয়ে আছে
তোমাতে উৎসুক,
তোমায় কাছে পেলে সুখে
ভরবে আবার বুক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ০৯/০৬/২০১৮বেশ ভালো