তোমাকে বলছি
ব্যক্তিত্বের অন্ধকারে ডুবে থাকা তোমাকে বলছি,
আত্মসম্মান বিসর্জন দিও না।
তবে যদি তুমি হও অকল্যানের বাহক,
পবিত্রতার খোলশে থাকা অপবিত্র আত্মা।
মানুষের রুপে থাকা মনুষ্যত্বহীন নেকড়ে,
তোমার যেনে রাখা ভালো।
সরলের অন্তর পরম সুখের স্বপ্নতে রাঙ্গিয়ে,
স্বার্থ হাসিলের ব্যর্থ চেষ্টা কেন কর বারবার।
আধারের বন্যায় ধ্বংসের কৌশল যে তোমাকে শেখালো,
সে তোমাকে উদ্ধারের বিন্দুমাত্র ক্ষমতা রাখে না।
না কি সব বুঝেও সাময়িক মোহে,
অনন্তকালকে করেছো বানিজ্যে রুপান্তর?
সাবধান হতে বলার আমি কেউ নই,
তবে ভেবে দেখলে ক্ষতি কি?
তিনি তো আমাদের ক্ষমা করতে সদা প্রস্তুত,
আর তার কাছে আছে সুখের অফুরন্ত ভান্ডার।
আত্মসম্মান বিসর্জন দিও না।
তবে যদি তুমি হও অকল্যানের বাহক,
পবিত্রতার খোলশে থাকা অপবিত্র আত্মা।
মানুষের রুপে থাকা মনুষ্যত্বহীন নেকড়ে,
তোমার যেনে রাখা ভালো।
সরলের অন্তর পরম সুখের স্বপ্নতে রাঙ্গিয়ে,
স্বার্থ হাসিলের ব্যর্থ চেষ্টা কেন কর বারবার।
আধারের বন্যায় ধ্বংসের কৌশল যে তোমাকে শেখালো,
সে তোমাকে উদ্ধারের বিন্দুমাত্র ক্ষমতা রাখে না।
না কি সব বুঝেও সাময়িক মোহে,
অনন্তকালকে করেছো বানিজ্যে রুপান্তর?
সাবধান হতে বলার আমি কেউ নই,
তবে ভেবে দেখলে ক্ষতি কি?
তিনি তো আমাদের ক্ষমা করতে সদা প্রস্তুত,
আর তার কাছে আছে সুখের অফুরন্ত ভান্ডার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৩/২০১৮
-
কামরুজ্জামান সাদ ২৭/০৩/২০১৮দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৩/২০১৮ভালো।
-
মোঃ ফাহাদ আলী ২৬/০৩/২০১৮সুন্দর লেখনি।
শুদ্ধ হতে বাধা কই ।