তোমাদের রাজপথে
আমি সেদিন দেখেছি তোমাদের রাজপথে
হাজার ছুটন্ত গাড়ীর ভীড়ের মাঝে
জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে জানালায়
হাতে ছিল তার বকুল ফুলের মালা।
সে চায়নি তোমার গাড়ীতে চড়ে বসতে
পাতেনি তোমার দ্বারে ভিক্ষের হাত।
চেয়েছিল সামান্য কিছু পয়সা মালার বিনিময়ে
পঙ্গু বাবার ওষুধের পয়সা যোগাতে।
সকালের মিষ্টি মধুর ঘুমের মায়া ছেড়ে
সারারাত না খেয়ে কাতরাবার কথা ভুলে
ছুটে গিয়েছিল সে পার্কের প্রাচীর পেরিয়ে
সূর্যোদয়ের আগেই প্রহরীর চোখ ফাঁকি দিয়ে।
তার শরীর পোশাক নোংরা থাকাটা স্বাভাবিক
কিন্তু তার ভেতরে আছে একটি নিষ্পাপ শিশু প্রাণ।
তোমাদের আধুনিক সভ্যতা আর পরিচ্ছন্নতা
মূল্যায়ন করেনি তার নিষ্পাপ পবিত্র প্রাণটাকে।
তার একটি মালাও তোমরা কিনোনি
বুঝতে চাওনি তার দারিদ্রতার যন্ত্রণাকে।
তবে চিরতরে নিস্তার দিয়েছ তাকে যন্ত্রণার হাত হতে
সহযোগিতার হাত বাড়িয়ে নয়, গাড়ী চাপা দিয়ে!
হাজার ছুটন্ত গাড়ীর ভীড়ের মাঝে
জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে জানালায়
হাতে ছিল তার বকুল ফুলের মালা।
সে চায়নি তোমার গাড়ীতে চড়ে বসতে
পাতেনি তোমার দ্বারে ভিক্ষের হাত।
চেয়েছিল সামান্য কিছু পয়সা মালার বিনিময়ে
পঙ্গু বাবার ওষুধের পয়সা যোগাতে।
সকালের মিষ্টি মধুর ঘুমের মায়া ছেড়ে
সারারাত না খেয়ে কাতরাবার কথা ভুলে
ছুটে গিয়েছিল সে পার্কের প্রাচীর পেরিয়ে
সূর্যোদয়ের আগেই প্রহরীর চোখ ফাঁকি দিয়ে।
তার শরীর পোশাক নোংরা থাকাটা স্বাভাবিক
কিন্তু তার ভেতরে আছে একটি নিষ্পাপ শিশু প্রাণ।
তোমাদের আধুনিক সভ্যতা আর পরিচ্ছন্নতা
মূল্যায়ন করেনি তার নিষ্পাপ পবিত্র প্রাণটাকে।
তার একটি মালাও তোমরা কিনোনি
বুঝতে চাওনি তার দারিদ্রতার যন্ত্রণাকে।
তবে চিরতরে নিস্তার দিয়েছ তাকে যন্ত্রণার হাত হতে
সহযোগিতার হাত বাড়িয়ে নয়, গাড়ী চাপা দিয়ে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৫/২০১৮তবুও ধন্যবাদ!!!!!!!!
-
আব্দুল হক ১৮/০৫/২০১৮সৃজনশীল
-
ফাহ্মিদা বারী ১৮/০৫/২০১৮মোটামোটি। বানান ভুল আছে বেশ।