তবে কোথায় পেলে
সে দিন গেছে চলে
বাড়ি দিলে ঢোলে,
মহানন্দে উঠতো নেচে
খোকা মায়ের কোলে।
এখন পুজো এলে
পুলিশ দলে দলে,
তার পরেও সারাদেশে
প্রতিমা ভাঙা চলে।
কোন ধর্ম কি বলে
জানবো বড় হলে,
আগে বলো এমন নিয়ম
কোন হাদীসে পেলে?
আমার ছোট্ট কালে
ঈদ বা পূজো এলে,
খুব আনন্দ করেছি ভাই
মিলে দলে দলে।
কি বিষ ঢেলে দিলে
স্রষ্টার আদেশ ভুলে,
ধর্ম ব্যবসা করে তুমি
মহাপাপী হলে।
ইহকালে পার পেলে
কিন্তু পরকালে,
এই পাপের ই শাস্তি বন্ধু
ঝুলবে তোমার গলে!
ভেবো সময় পেলে
নিভৃতে খাছ দিলে,
মানুষকে খুন করতে হবে
কুরআন কি তাই বলে?
বাড়ি দিলে ঢোলে,
মহানন্দে উঠতো নেচে
খোকা মায়ের কোলে।
এখন পুজো এলে
পুলিশ দলে দলে,
তার পরেও সারাদেশে
প্রতিমা ভাঙা চলে।
কোন ধর্ম কি বলে
জানবো বড় হলে,
আগে বলো এমন নিয়ম
কোন হাদীসে পেলে?
আমার ছোট্ট কালে
ঈদ বা পূজো এলে,
খুব আনন্দ করেছি ভাই
মিলে দলে দলে।
কি বিষ ঢেলে দিলে
স্রষ্টার আদেশ ভুলে,
ধর্ম ব্যবসা করে তুমি
মহাপাপী হলে।
ইহকালে পার পেলে
কিন্তু পরকালে,
এই পাপের ই শাস্তি বন্ধু
ঝুলবে তোমার গলে!
ভেবো সময় পেলে
নিভৃতে খাছ দিলে,
মানুষকে খুন করতে হবে
কুরআন কি তাই বলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/১১/২০১৯মন্ত্রমুগ্ধ। শুভেচ্ছা অনন্ত।
-
স্বপন গায়েন ২২/১০/২০১৯সুন্দর!
-
আলোকিত অন্ধকার ০৭/১০/২০১৯"খাছ"- সম্ভবত "খাস" হবে।
-
সৌরভ মজুমদার ০৬/১০/২০১৯মনের মত
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১০/২০১৯ভালো লাগলো।
-
সৌরভ মজুমদার ০৫/১০/২০১৯খুব গঠনমূলক একটি কবিতা