ঠাই পেয়ে ঐ বুকে
ঐ হৃদয়ে ঠাই দিয়েছ
ভরিয়ে দিয়েছ মন,
অন্তর জুড়ে আজ তাই শুধু
তোমার বিচরন।
নিঃসঙ্গতা দূর করেছ
ভুলিয়ে দিয়েছ জ্বালা,
কেউ কোন দিন এড়াতে পারেনি
ভাগ্যের অবহেলা ।
ভেতরের ক্ষত বাড়ে অবিরত
মেনে নিয়ে পরিনতি,
নীরবে বসে মিলিয়ে নিচ্ছি
জীবনের ক্ষয় ক্ষতি।
অশান্ত আগুন জ্বলে নিদারুণ
আসলে সর্বনাশ,
তাও ভালবাসা তোমায় ভেবে
হয়েছে স্বপ্ন বিলাশ।
ক্রমাগত ছল আনে চোখে জল
রয়েছি তবু সুখে,
মহাসুখ পাই প্রাণ ভরে যায়
ঠাই পেয়ে ঐ বুকে।
ভরিয়ে দিয়েছ মন,
অন্তর জুড়ে আজ তাই শুধু
তোমার বিচরন।
নিঃসঙ্গতা দূর করেছ
ভুলিয়ে দিয়েছ জ্বালা,
কেউ কোন দিন এড়াতে পারেনি
ভাগ্যের অবহেলা ।
ভেতরের ক্ষত বাড়ে অবিরত
মেনে নিয়ে পরিনতি,
নীরবে বসে মিলিয়ে নিচ্ছি
জীবনের ক্ষয় ক্ষতি।
অশান্ত আগুন জ্বলে নিদারুণ
আসলে সর্বনাশ,
তাও ভালবাসা তোমায় ভেবে
হয়েছে স্বপ্ন বিলাশ।
ক্রমাগত ছল আনে চোখে জল
রয়েছি তবু সুখে,
মহাসুখ পাই প্রাণ ভরে যায়
ঠাই পেয়ে ঐ বুকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩১/০৫/২০১৮দারুণ
-
জয় দেবনাথ ৩০/০৫/২০১৮দারুন