তারুণ্য
নির্বিঘ্নে ছুটে চলেছে তারুণ্য
তাকে থামাবার দুঃসাহস কারো নেই।
তার সামনে দাঁড়াবার মত ক্ষমতাবান বীর
আজো জন্মায়নি এ পৃথিবীতে।
ছুটে চলেছে লোকালয় ছাড়িয়ে
বনের ধার ঘেঁসে সমুদ্রের ওপারে।
মহাকাশের গ্রহ নক্ষত্র ছাড়িয়ে
লক্ষ কোটি আলোকবর্ষ দূরে
মুক্ত হৃদয়ে আপন স্বাধীনতার উল্লাসে।
নেই কোন ক্লান্তি নেই কোন অজুহাত
অবিরত ছুটে চলার মাঝেই তার আনন্দ।
সাফল্যের স্বর্ণ দুয়ারে পৌঁছাবার লক্ষ্যে
প্রাণপণ প্রতিজ্ঞায় অহর্নিশি ছুটন্ত আজ তারুণ্য।
সামগ্রিক অকল্যাণকে নিশ্চিহ্ন করতে
আমৃত্যু লড়াইয়ে লিপ্ত সে সৈনিক।
কল্যাণের ভীত মজবুত করবেই সে
প্রয়োজনে বিলিয়ে দিবে প্রিয় প্রাণ।
তারুণ্য অলৌকিক মহাশক্তিতে বলীয়ান
সাফল্য যেন তার হাতের মুঠোয়।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর
কেউই দাবিয়ে রাখতে পারেনি এ তারুণ্যকে।
তাকে থামাবার দুঃসাহস কারো নেই।
তার সামনে দাঁড়াবার মত ক্ষমতাবান বীর
আজো জন্মায়নি এ পৃথিবীতে।
ছুটে চলেছে লোকালয় ছাড়িয়ে
বনের ধার ঘেঁসে সমুদ্রের ওপারে।
মহাকাশের গ্রহ নক্ষত্র ছাড়িয়ে
লক্ষ কোটি আলোকবর্ষ দূরে
মুক্ত হৃদয়ে আপন স্বাধীনতার উল্লাসে।
নেই কোন ক্লান্তি নেই কোন অজুহাত
অবিরত ছুটে চলার মাঝেই তার আনন্দ।
সাফল্যের স্বর্ণ দুয়ারে পৌঁছাবার লক্ষ্যে
প্রাণপণ প্রতিজ্ঞায় অহর্নিশি ছুটন্ত আজ তারুণ্য।
সামগ্রিক অকল্যাণকে নিশ্চিহ্ন করতে
আমৃত্যু লড়াইয়ে লিপ্ত সে সৈনিক।
কল্যাণের ভীত মজবুত করবেই সে
প্রয়োজনে বিলিয়ে দিবে প্রিয় প্রাণ।
তারুণ্য অলৌকিক মহাশক্তিতে বলীয়ান
সাফল্য যেন তার হাতের মুঠোয়।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর
কেউই দাবিয়ে রাখতে পারেনি এ তারুণ্যকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৫/২০১৮
-
পবিত্র চক্রবর্তী ১৮/০৫/২০১৮হুম প্রয়াস ভালো কিন্তু বিমূর্ত কবিতায় সব বলে দেওয়া ঠিক না কারন পাঠককে ভাবতে দেওয়ার অবকাশ দিতে হয় ।
শেষে তারুণ্য বানান ভুল আছে । তাছাড়াও দাঁড়াবার , ঘেঁষে বানান ঠিক করতে হবে ॥
ধন্যবাদ