তার কারণে
কেউ আজও বলছে না
ভালবাসি তোমায়,
আমায় নিয়ে ভাবার মত
পাচ্ছে না কেউ সময়!
সারা জীবন যাচ্ছি আমি
ছেড়া বাঁধন জুড়ে,
দিনে দিনে একাকীত্ব
যাচ্ছে ভীষণ বেড়ে!
সবাই যখন বিপ দ্গ্রস্থ
হচ্ছে বাঁধন হারা,
গড়ে নিচ্ছে ভাঙা ঘরটা
যেমন আমার দ্বারা।
তেমন আমি নিজে যখন
কারো কাছে যাই,
সবাই তখন থাকছে ব্যস্ত
পাচ্ছি না আর ঠাই!
রাস্তা হতে কুড়িয়ে যাকে
দিচ্ছি বেঁধে ঘর,
সেই করছে গৃহহারা
ভাংছে এ অন্তর!
তার কারণেই আজকে আমার
চোখের কোনে জল,
তার কারণে যায় যায় প্রাণ
পাইনা দেহে বল!
ভালবাসি তোমায়,
আমায় নিয়ে ভাবার মত
পাচ্ছে না কেউ সময়!
সারা জীবন যাচ্ছি আমি
ছেড়া বাঁধন জুড়ে,
দিনে দিনে একাকীত্ব
যাচ্ছে ভীষণ বেড়ে!
সবাই যখন বিপ দ্গ্রস্থ
হচ্ছে বাঁধন হারা,
গড়ে নিচ্ছে ভাঙা ঘরটা
যেমন আমার দ্বারা।
তেমন আমি নিজে যখন
কারো কাছে যাই,
সবাই তখন থাকছে ব্যস্ত
পাচ্ছি না আর ঠাই!
রাস্তা হতে কুড়িয়ে যাকে
দিচ্ছি বেঁধে ঘর,
সেই করছে গৃহহারা
ভাংছে এ অন্তর!
তার কারণেই আজকে আমার
চোখের কোনে জল,
তার কারণে যায় যায় প্রাণ
পাইনা দেহে বল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নৃ মাসুদ রানা ০৯/০৬/২০১৮ধারুন
-
রবিউল হাসান ০৯/০৬/২০১৮কিছু মানুষ থাকে এমন,যারা কিছু না পেয়েও অকাতরে নিজেকে বিলিয়ে দিয়ে যায়।
-
আব্দুল হক ০৮/০৬/২০১৮অনেক সুন্দর!
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৬/২০১৮বাস্তব সত্য।