টান
মনে টানে মন
দেহে টানে দেহ,
স্বপ্নের টানে আশা জাগে
নিরাশ আবার কেহ।
পাপের টানে পাপ
পুণ্যের টানে পুণ্য,
ধনীকে দেয় সব বিলিয়ে
ভিক্ষার থালা শূন্য।
আকাশ টানে মেঘ
মেঘের টানে বৃষ্টি,
অন্ধ হলে পদদলিত
থেকে কি লাভ দৃষ্টি।
মরু টানে বালু
বালুর টানে পাহাড়,
শক্তিতে আর মুক্তি মেলেনা
বিবেক যখন অসাড়।
সূর্যের টানে পৃথিবী
পৃথিবীর টানে চাঁদ,
দেহের তৃপ্তি বিষাদ করে
হৃদয়ের অবসাদ।
জীবন টানে জীবন
মরণ চায়না কেহ,
ক্ষনিকের সুখ ভূলিয়ে দেয়
পরকালের স্নেহ।
সুখে টানে সুখ
স্বপ্নের টানে জীবন,
তৃপ্ত আত্মা শূন্যে ভাসে
কালের টানে মরণ।
ব্যথার টানে ব্যথা
ভক্তির টানে মুক্তি,
বিবেক মনের আশা টানে
কথা টানে যুক্তি।
সাগর টানে স্রোত
স্রোতের টানে ঢেউ
ঢেউয়ে ভাসছে মানবতা
খোঁজ রাখেনা কেউ।
দেহে টানে দেহ,
স্বপ্নের টানে আশা জাগে
নিরাশ আবার কেহ।
পাপের টানে পাপ
পুণ্যের টানে পুণ্য,
ধনীকে দেয় সব বিলিয়ে
ভিক্ষার থালা শূন্য।
আকাশ টানে মেঘ
মেঘের টানে বৃষ্টি,
অন্ধ হলে পদদলিত
থেকে কি লাভ দৃষ্টি।
মরু টানে বালু
বালুর টানে পাহাড়,
শক্তিতে আর মুক্তি মেলেনা
বিবেক যখন অসাড়।
সূর্যের টানে পৃথিবী
পৃথিবীর টানে চাঁদ,
দেহের তৃপ্তি বিষাদ করে
হৃদয়ের অবসাদ।
জীবন টানে জীবন
মরণ চায়না কেহ,
ক্ষনিকের সুখ ভূলিয়ে দেয়
পরকালের স্নেহ।
সুখে টানে সুখ
স্বপ্নের টানে জীবন,
তৃপ্ত আত্মা শূন্যে ভাসে
কালের টানে মরণ।
ব্যথার টানে ব্যথা
ভক্তির টানে মুক্তি,
বিবেক মনের আশা টানে
কথা টানে যুক্তি।
সাগর টানে স্রোত
স্রোতের টানে ঢেউ
ঢেউয়ে ভাসছে মানবতা
খোঁজ রাখেনা কেউ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াজেদ বিন ওয়াহিদ ২১/০৪/২০১৮ভালো লেখা
-
কাজী জুবেরী মোস্তাক ৩০/০৩/২০১৮অপূর্ব
-
কামরুজ্জামান সাদ ৩০/০৩/২০১৮সুন্দর।
-
মোঃ ফাহাদ আলী ৩০/০৩/২০১৮সত্যের উচ্চারণ।