সুমধুর সূর
আমি যে চরম নেশায় মাতি
তোমার ও মধুর সূরে,
আজীবন আমায় শুনিয়ে যেও
যেওনা কখনো দূরে।
এমনি বুকের মাঝেতে রেখে
শুনিও প্রেমের গান,
তোমার আমার এ পথ চলা
যেন না হয় অবসান।
প্রজাপতিরা পাখনা মেলে
বাগানেতে ফোটে ফুল,
ঠিক তেমনি কূল হারা নদি
যেন খুঁজে পায় কূল।
জীবনের শেষ মুহূর্তেও হোক
এক সাথে পথ চলা,
কোন দিন যেন ফুরিয়ে না যায়
হৃদয়ের কথা বলা।
বেদনা দুঃখ যাক দূরে সরে
দূর আরো বহু দূর,
সারাক্ষণ যেন শিহরিত হই
শুনে সুমধুর সূর।
তোমার ও মধুর সূরে,
আজীবন আমায় শুনিয়ে যেও
যেওনা কখনো দূরে।
এমনি বুকের মাঝেতে রেখে
শুনিও প্রেমের গান,
তোমার আমার এ পথ চলা
যেন না হয় অবসান।
প্রজাপতিরা পাখনা মেলে
বাগানেতে ফোটে ফুল,
ঠিক তেমনি কূল হারা নদি
যেন খুঁজে পায় কূল।
জীবনের শেষ মুহূর্তেও হোক
এক সাথে পথ চলা,
কোন দিন যেন ফুরিয়ে না যায়
হৃদয়ের কথা বলা।
বেদনা দুঃখ যাক দূরে সরে
দূর আরো বহু দূর,
সারাক্ষণ যেন শিহরিত হই
শুনে সুমধুর সূর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ২৯/১১/২০১৮অসামান্য
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/১১/২০১৮প্রীতির বাহুডোরে হোক পবিত্র বাঁধন। কবিকে শুভেচ্ছা জানাই।
-
অরন্য রানা ২৯/১১/২০১৮সুন্দর ছন্দময়
-
সাঁঝের তারা ২৮/১১/২০১৮আশার বানী!