সুখস্বপ্ন
জ্যোৎস্না ভরা রাতে
থাকবো একই সাথে,
পূর্ণিমা চাঁদ এনে দেব
আঁধার কালো রাতে।
কোটি তাঁরার মাঝে
খুঁজে নেবো তোমায়,
মেঘের কালো এসে যদি
পথে আগলে দাঁড়ায়।
বৃষ্টি হয়ে ঝরে
শুকনো মাটির পরে,
ঝড়ো হাওয়া হয়ে
সজোরে যাবো বয়ে।
দেখবে তোমায় খুঁজে পাবো
লক্ষ তাঁরার মেলায়,
যতই দূরে থাকো তুমি
স্মৃতির অবহেলায়।
স্বপ্ন যখন আসে
মন সুখের বানে ভাসে,
হাজার কষ্ট সামনে এলেও
হৃদয় তখন হাসে।
সেই হাসিতে বাঁধবো তোমায়
আপন আঙিনায়,
দেখবে সুখের বানে কেমন
স্বপ্ন ভেসে যায়।
থামলে ঝড়ো হাওয়া
যেমন পাখী খোঁজে বাসা,
তেমনি মনের মাঝে
জাগে কাছে পাবার আশা।
সেই আশাতে বুক বেঁধে মন
ভালোবাসতে চায়,
লক্ষ কোটি তাঁরার মাঝে
তোমায় খুঁজে পায়।
থাকবো একই সাথে,
পূর্ণিমা চাঁদ এনে দেব
আঁধার কালো রাতে।
কোটি তাঁরার মাঝে
খুঁজে নেবো তোমায়,
মেঘের কালো এসে যদি
পথে আগলে দাঁড়ায়।
বৃষ্টি হয়ে ঝরে
শুকনো মাটির পরে,
ঝড়ো হাওয়া হয়ে
সজোরে যাবো বয়ে।
দেখবে তোমায় খুঁজে পাবো
লক্ষ তাঁরার মেলায়,
যতই দূরে থাকো তুমি
স্মৃতির অবহেলায়।
স্বপ্ন যখন আসে
মন সুখের বানে ভাসে,
হাজার কষ্ট সামনে এলেও
হৃদয় তখন হাসে।
সেই হাসিতে বাঁধবো তোমায়
আপন আঙিনায়,
দেখবে সুখের বানে কেমন
স্বপ্ন ভেসে যায়।
থামলে ঝড়ো হাওয়া
যেমন পাখী খোঁজে বাসা,
তেমনি মনের মাঝে
জাগে কাছে পাবার আশা।
সেই আশাতে বুক বেঁধে মন
ভালোবাসতে চায়,
লক্ষ কোটি তাঁরার মাঝে
তোমায় খুঁজে পায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ১৭/০৪/২০১৮অসাধারণ ।
-
মুহঃ আবু তালেব ১৭/০৪/২০১৮দারুণ
-
লিখন মাহমুদ ১৭/০৪/২০১৮সপ্ন বিলাশী!!! অসাধারণ।
কবিতাপাঠে মুগ্ধ।