সুখের সন্ধানে
আমার ঘরের অভাব
আর তোমার বাজে স্বভাব,
নুন পান্তার এ সংসারে
ফেলছে ব্যাপক প্রভাব।
টেনে হিঁচড়ে চলা
আর হেঁসে মিথ্যে বলা,
তাঁর মধ্যে গলার কাঁটা
তোমার ছলাকলা।
সবই শুনে বুঝে
এই অভাবের মাঝে,
মাথা বেঁচে কিছু টাকা
দিলাম হাতে গুজে।
নিয়েই পগার পার
বোঝালাম বার বার,
শুনি অনেক পয়সা ওয়ালা
হাত ধরেছো যার।
কোটি টাকার মাঝে
ব্যস্ত ভীষণ কাজে,
তোমায় শুধু ইউজ করে
বিহেব করে বাজে।
লাজে ঢাকি মুখ
কষ্টে ফাটে বুক,
সেদিন তুমি সুখী হবে
তোমায় খুঁজলে সুখ।
আর তোমার বাজে স্বভাব,
নুন পান্তার এ সংসারে
ফেলছে ব্যাপক প্রভাব।
টেনে হিঁচড়ে চলা
আর হেঁসে মিথ্যে বলা,
তাঁর মধ্যে গলার কাঁটা
তোমার ছলাকলা।
সবই শুনে বুঝে
এই অভাবের মাঝে,
মাথা বেঁচে কিছু টাকা
দিলাম হাতে গুজে।
নিয়েই পগার পার
বোঝালাম বার বার,
শুনি অনেক পয়সা ওয়ালা
হাত ধরেছো যার।
কোটি টাকার মাঝে
ব্যস্ত ভীষণ কাজে,
তোমায় শুধু ইউজ করে
বিহেব করে বাজে।
লাজে ঢাকি মুখ
কষ্টে ফাটে বুক,
সেদিন তুমি সুখী হবে
তোমায় খুঁজলে সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভদীপ চক্রবর্তী ১১/১০/২০১৮
-
আব্দুল হক ১১/১০/২০১৮সুন্দর লিখাঃ!!
-
আব্দুল হক ১০/১০/২০১৮সুন্দর লিখেছেন।
-
অরন্য রানা ১০/১০/২০১৮বাহ বাহ বাহ
মন্দ কিসে? -
এনামুল হক (এনামুল) ১০/১০/২০১৮অসাধারণ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/১০/২০১৮বেশ ভাল লাগলো।
চলুক আরো এমন....... -
আনন্দ চ্যাটার্জী ০৯/১০/২০১৮অসাধারন
-
আখলাক হুসাইন ০৯/১০/২০১৮বাহ! সুন্দর বিরহের ছড়া।
কবির হৃদয় উজাড়
কবি তোমায় সেলাম
বাঁচো বছর হাজার।