সুখ ৩
স্রষ্টা আমায় সব দিয়েছে
দেয়নি শুধু সুখ,
দেয়নি ব্যথা রাখার জায়গা
কষ্টে ভরে বুক।
সহ্য করার ক্ষমতা নাই
এতই কঠিন জ্বালা,
তার সাথে আজ যোগ হয়েছে
তোমার অবহেলা।
ঈশান কোনে মেঘ দেখে আজ
প্রকৃতি পায় ভয়,
ঝড়ের পরে যে পাখিটা
ঘর না খুঁজে পায়।
আজ মনে হয় আমিও তেমন
ঘর হারা এক পাখী,
সুখের দেখা পাইনি কভু
ব্যথাই আগলে রাখি।
তোমায় পেয়ে নতুন করে
জেগেছিল আশা,
সেই তুমি আজ ভেঙ্গে দিলে
স্বপ্নে গড়া বাসা।
তবু হৃদয় আশায় আশায়
হয়ে ওঠে উৎসুক,
ভুলে যায় সে বারে বারে
দেয় নি স্রষ্টা সুখ।
দেয়নি শুধু সুখ,
দেয়নি ব্যথা রাখার জায়গা
কষ্টে ভরে বুক।
সহ্য করার ক্ষমতা নাই
এতই কঠিন জ্বালা,
তার সাথে আজ যোগ হয়েছে
তোমার অবহেলা।
ঈশান কোনে মেঘ দেখে আজ
প্রকৃতি পায় ভয়,
ঝড়ের পরে যে পাখিটা
ঘর না খুঁজে পায়।
আজ মনে হয় আমিও তেমন
ঘর হারা এক পাখী,
সুখের দেখা পাইনি কভু
ব্যথাই আগলে রাখি।
তোমায় পেয়ে নতুন করে
জেগেছিল আশা,
সেই তুমি আজ ভেঙ্গে দিলে
স্বপ্নে গড়া বাসা।
তবু হৃদয় আশায় আশায়
হয়ে ওঠে উৎসুক,
ভুলে যায় সে বারে বারে
দেয় নি স্রষ্টা সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৬/০৫/২০১৮বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ!
-
গাজী তারেক আজিজ ০৬/০৫/২০১৮ভালো লেগেছে