সুখ
সুখ যদি পন্যের মত বিক্রি হত তবে
শোভা পেত শুধুই ধনীর প্রাসাদে।
কালে কালে দারিদ্রতার নিস্পেষনে জর্জরিত
বঞ্চিত মূল্যহীন মানুষেরা,
ভূলেই যেত সুখ নামক কিছু একটা
ছিল পৃথিবীতে মানুষের অস্তিত্ব জুড়ে।
ভাগ্যিস বাজারে পাওয়া যায়না কিনতে
অর্থের বিনিময়ে সুখের প্যাকেজ,
তাহলে হয়তো আমাকেও হতে হত দুঃখী
চড়া দামে বেঁচে দিয়ে ছোট ছোট সুখগুলো।
সম্পদের পাহাড়ের চূড়ায় যার বসবাস
অন্তর জুড়ে তার একটাই দুঃখ,
না পায় সে সব ধনে কিঞ্চিত সুখ
না পারে পার হতে বেদনার সমুদ্র।
সুখ না হয় মিলল না প্রাচুর্যের বিনিময়ে
দুঃখ ঘোচানোর পথ তো থাকা উচিৎ,
যাতে সে কিছু শ্রমিক দিয়ে
সরিয়ে দিত জীবনের কষ্টকে।
বিধাতার কি নিপুন কারিগরি
অভুক্ত গৃহহীনকে দিল অফুরন্ত সুখ,
আর তামাম দুনিয়া করে যে বেচাকেনা
তার হৃদয়টা ভরে দিল শুধুই বেদনা।
তবু লোকে ভূল বোঝে
মনে করে অর্থই শান্তি,
আসলে ওরা জানে না
সুখ ঐশ্বরিক, বিনিময়যোগ্য নয়।
শোভা পেত শুধুই ধনীর প্রাসাদে।
কালে কালে দারিদ্রতার নিস্পেষনে জর্জরিত
বঞ্চিত মূল্যহীন মানুষেরা,
ভূলেই যেত সুখ নামক কিছু একটা
ছিল পৃথিবীতে মানুষের অস্তিত্ব জুড়ে।
ভাগ্যিস বাজারে পাওয়া যায়না কিনতে
অর্থের বিনিময়ে সুখের প্যাকেজ,
তাহলে হয়তো আমাকেও হতে হত দুঃখী
চড়া দামে বেঁচে দিয়ে ছোট ছোট সুখগুলো।
সম্পদের পাহাড়ের চূড়ায় যার বসবাস
অন্তর জুড়ে তার একটাই দুঃখ,
না পায় সে সব ধনে কিঞ্চিত সুখ
না পারে পার হতে বেদনার সমুদ্র।
সুখ না হয় মিলল না প্রাচুর্যের বিনিময়ে
দুঃখ ঘোচানোর পথ তো থাকা উচিৎ,
যাতে সে কিছু শ্রমিক দিয়ে
সরিয়ে দিত জীবনের কষ্টকে।
বিধাতার কি নিপুন কারিগরি
অভুক্ত গৃহহীনকে দিল অফুরন্ত সুখ,
আর তামাম দুনিয়া করে যে বেচাকেনা
তার হৃদয়টা ভরে দিল শুধুই বেদনা।
তবু লোকে ভূল বোঝে
মনে করে অর্থই শান্তি,
আসলে ওরা জানে না
সুখ ঐশ্বরিক, বিনিময়যোগ্য নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২২/০৪/২০১৮অসাধারণ