স্থির
সব থেকে আলাদা
ভোগ করে সুবিধা,
সামান্য ছোয়া পেয়ে
কেটে যায় যে বাঁধা।
ভাবনার চলাচল
জীবনের কোলাহল,
অশ্রুতে ভিজে তাই
দু নয়ন ছলছল।
পরিচয় হয়েছে
অন্তরে গেঁথেছে,
অধিকার মাঝখানে
বাঁধা হয়ে রয়েছে।
সংশয় ছিল বলে
কেউ গেছে দূরে চলে,
বিবেকের সাথে মন
সারাক্ষণ কথা বলে।
বেশী দূরে যায়নি
সত্যের কাপুনি,
বার বার অনুভবে
বিরহের ঝাকুনি।
চলমান জীবনে
শুধু তার কারণে
স্থির হয়ে আছে
কাকুতির ধরণে।
ভোগ করে সুবিধা,
সামান্য ছোয়া পেয়ে
কেটে যায় যে বাঁধা।
ভাবনার চলাচল
জীবনের কোলাহল,
অশ্রুতে ভিজে তাই
দু নয়ন ছলছল।
পরিচয় হয়েছে
অন্তরে গেঁথেছে,
অধিকার মাঝখানে
বাঁধা হয়ে রয়েছে।
সংশয় ছিল বলে
কেউ গেছে দূরে চলে,
বিবেকের সাথে মন
সারাক্ষণ কথা বলে।
বেশী দূরে যায়নি
সত্যের কাপুনি,
বার বার অনুভবে
বিরহের ঝাকুনি।
চলমান জীবনে
শুধু তার কারণে
স্থির হয়ে আছে
কাকুতির ধরণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৭/২০১৮অতুলনীয়।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৭/২০১৮অতুলনীয়।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/০৭/২০১৮বেশ আবেশ জড়ানো কাব্যকথা ।
-
সাইদ খোকন নাজিরী ৩০/০৬/২০১৮ঢেউয়ের হিল্লোল।মাশাল্লাহ !
-
Shafi md Omar Faruq ৩০/০৬/২০১৮ভাল