সত্য ভালোবাসা
আকাশ ভরা মেঘ
মেঘ ভরা বৃষ্টি,
বৃষ্টি ফোঁটায় উর্বরতা
সবুজ বনের সৃষ্টি।
নদীর বুকে স্রোত
সৃষ্টি করে জল,
ঝর্ণা বুকে আগলে রেখে
পাহাড় নামায় ঢল।
পূর্ণিমা দেয় চাঁদ
ভরা সূর্যের আলো,
নিয়ম মেনে ঠিকই আসে
আমাবশ্যার কালো।
পৃথিবী ঘোরে বলে
সৃষ্টি হল স্রোত,
জীবন চলার পথকে করে
মৃত্যু প্রতিরোধ।
দেহ ভরা ক্লান্তি
ক্লান্তির জন্য আরাম,
ব্যথায় কঠিন, কঠিন আবার
ব্যথার ঠ্যালায় নরম।
রাত্রি আঁধার বলে
দিনে সূর্যের হাসি,
আদর সোহাগ ভালোবাসা
হৃদয়ের দাস-দাসী।
পুণ্যে ভরা মন
মনেই ভরা পাপ,
স্বার্থ রক্ষা করতে গিয়ে
জোটে অভিশাপ।
নয়ন ভরা ঘুম
ঘুমে ভরা স্বপ্ন
স্বপ্ন জুড়ে মনের মানুষ
অমূল্য এক রত্ন।
বুকটা জুড়ে হৃদয়
হৃদয় জুড়ে আশা,
জন্ম সত্য মৃত্যু সত্য
সত্য ভালোবাসা।
মেঘ ভরা বৃষ্টি,
বৃষ্টি ফোঁটায় উর্বরতা
সবুজ বনের সৃষ্টি।
নদীর বুকে স্রোত
সৃষ্টি করে জল,
ঝর্ণা বুকে আগলে রেখে
পাহাড় নামায় ঢল।
পূর্ণিমা দেয় চাঁদ
ভরা সূর্যের আলো,
নিয়ম মেনে ঠিকই আসে
আমাবশ্যার কালো।
পৃথিবী ঘোরে বলে
সৃষ্টি হল স্রোত,
জীবন চলার পথকে করে
মৃত্যু প্রতিরোধ।
দেহ ভরা ক্লান্তি
ক্লান্তির জন্য আরাম,
ব্যথায় কঠিন, কঠিন আবার
ব্যথার ঠ্যালায় নরম।
রাত্রি আঁধার বলে
দিনে সূর্যের হাসি,
আদর সোহাগ ভালোবাসা
হৃদয়ের দাস-দাসী।
পুণ্যে ভরা মন
মনেই ভরা পাপ,
স্বার্থ রক্ষা করতে গিয়ে
জোটে অভিশাপ।
নয়ন ভরা ঘুম
ঘুমে ভরা স্বপ্ন
স্বপ্ন জুড়ে মনের মানুষ
অমূল্য এক রত্ন।
বুকটা জুড়ে হৃদয়
হৃদয় জুড়ে আশা,
জন্ম সত্য মৃত্যু সত্য
সত্য ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহারুখ হোসেন ১৬/০৪/২০১৮অনবদ্য লেখনি
-
আব্দুল হক ১৩/০৪/২০১৮সুন্দর লিখেছেন; ধন্যবাদ!
-
সন্দীপ দাস ১৩/০৪/২০১৮অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৪/২০১৮চমৎকার
-
মোঃ ফাহাদ আলী ১২/০৪/২০১৮ছন্দের ছোঁয়ায় মুগ্ধ হলাম।
-
মোঃ আল-আমিন সাব্বির ১২/০৪/২০১৮বাহ!