সতর্কতা
তোমার নিখুঁত অভিনয়
চলনে বলনে কথার ধরনে
সত্যি মনে হয়।
মিথ্যে উদারতা
সবার কাছে গৃহীত হলেও
আসলে বর্বরতা।
আড়ালে থাকার ফন্দি
নিজেই জানো না কখন তোমার
চরিত্র করেছে বন্দী।
তাইতো তুমি উদাস
সতর্ক হও বুঝতে পারছি
কঠিন ঝড়ের আভাস।
চলনে বলনে কথার ধরনে
সত্যি মনে হয়।
মিথ্যে উদারতা
সবার কাছে গৃহীত হলেও
আসলে বর্বরতা।
আড়ালে থাকার ফন্দি
নিজেই জানো না কখন তোমার
চরিত্র করেছে বন্দী।
তাইতো তুমি উদাস
সতর্ক হও বুঝতে পারছি
কঠিন ঝড়ের আভাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৮/০৪/২০১৮
-
মোঃ ফাহাদ আলী ০৭/০৪/২০১৮ভালো লাগলো ছন্দময় কথামালা।
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৪/২০১৮Darun..
এমন কবিতার জন্য ধন্যবাদ ।